পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচ (India vs Pakistan) জয়ের পর তিনি জানিয়েছিলেন, ‘‘আমি ওঁকে দেখেই ক্রিকেট খেলা শুরু করেছিলাম, ৬৭ হাজার দর্শকের সামনে যাঁরা ওঁর সঙ্গে আনন্দ করছে তাঁদের সামনে পারফর্ম করা বিশাল অনুভূতি৷ ’’
এই ম্যাচে কোহলি মাত্র ৩৭ বলে অপরাজিত ৫৫ রান করেছিলেন৷ ২০ ওভারে মাত্র ১১৯ রান সহজেই তাড়া করে জিতে গিয়েছিল৷
advertisement
কোহলি নিজে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড লিখিয়েছিলেন৷ তিনি ৫ ম্যাচে ২৭৩ রান করে ম্যান অফ দ্য সিরিজও হয়েছিলেন৷
২৪ অক্টোবর এবারের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে (ICC T20 World Cup 2021) ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ৷ শনিবারই এই মেগা ম্যাচের আগে কোহলি বড় বিবৃতি ইতিমধ্যেই জারি করেছেন৷ প্রাক্তন আরসিবি অধিনায়ক জানিয়েছেন হাইভোল্টেজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ তাঁর কাছে শুধুমাত্র ক্রিকেটের আরও একটি খেলা৷
তিনি সংবাদমাধ্যমকে আরও জানিয়েছেন, ‘‘আমি এই ম্যাচকে আরও পাঁচটা ক্রিকেট ম্যাচের মতোই দেখি৷ তবে এই ম্যাচ নিয়ে হাইপ রয়েছে , টিকিট বিক্রি হচ্ছে ও টিকিটের চাহিদা রয়েছে৷’’