TRENDING:

India vs Pakistan | Akshay Kumar: ‘পাকিস্তান ম্যাচ জেতার পর অক্ষয় কুমারের অবস্থা হয়তো এমন হয়েছিল...’ ট্যুইটারে ট্রোলড অভিনেতা !

Last Updated:

ভারত-পাকিস্তান ম্যাচে দুবাইয়ের স্টেডিয়ামে তারকার মেলা। অক্ষয় কুমার, ঊর্বশী রাউতেলা, প্রীতি জিন্টাদের পাশাপাশি দেখা যায় শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জাকেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই চরম উত্তেজনা ৷ আর সেটা যদি বিশ্বকাপের মঞ্চে হয়, তাহলে তো কথাই নেই ৷ রবিবার দুবাইয়ের মাঠে ভিভিআইপি বক্সে দেখা গিয়েছে বেশ কয়েকজন বলিউডের তারকাকেও ৷ সেই তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, ঊর্বশী রাউতেলা, প্রীতি জিন্টা, মৌনি রায়, বিবেক ওবেরয়, মানুষী চিল্লার-সহ আরও অনেকে ৷ মাঠে উপস্থিত ছিলেন শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জাও ৷
Photo: Twitter
Photo: Twitter
advertisement

টস হেরে প্রথমে ব্যাট করতে নামার পর শুরুতেই ৩ উইকেট খোয়ালেও ভারতের ইনিংসকে টানেন অধিনায়ক বিরাট কোহলি এবং কিছুটা ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়া ৷ শুরুটা খারাপ হলেও মোটামুটি ভদ্রস্থ স্কোর খাঁড়া করতে সক্ষম হয় টিম ইন্ডিয়া ৷ কিন্তু এরপর ব্যাট করতে নেমে সব হিসেবই পাল্টে দেন দুই পাক ওপেনার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান ৷ প্রায় একপেশে ভাবে ম্যাচ জিতে নেয় পাকিস্তান ৷ সেইসঙ্গে বিশ্বকাপে ভারতের কাছে হারের রেকর্ড বদলাতে সফল বাবর ব্রিগেড ৷

advertisement

আরও পড়ুন- Ind vs Pak ম্যাচে গ্যালারিতে চাঁদের হাট, নেটিজেনরা কিন্তু অন্য কথা বলল, জানেন কি!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

ম্যাচ ভারত হারার পর সোশ্যাল মিডিয়ায় নানা বিষয় নিয়েই শুরু হয়েছে চর্চা ৷ বলিউডের তারকারাও ট্রোলিংয়ের শিকার ৷ যেমন অক্ষয় কুমার ৷ মাঠে টিভি ক্যামেরায় অনেক সময়েই ধরা পড়েছেন অক্ষয় কুমার ৷ কখনও শিখর ধাওয়ানের সঙ্গে তাঁকে গল্প করতে দেখা যায় ৷ কখনও খুব হাততালি দিচ্ছেন, আবার কখনও বা খুব গম্ভীরভাবে বসে রয়েছেন ৷ বিভিন্ন মুডেই ধরা পড়েন আক্কি ৷ এই নিয়েই শুরু হয় ট্রোলিং ৷ নেটিজেনরা নানা ধরনের ট্যুইটে ভরিয়ে দেন ৷ সেখানে অক্ষয় কুমারের কোনও সিনেমার দৃশ্যের ছবি দেখিয়ে বলা হয়, অভিনেতা খুব হাসছিলেন ৷ কিন্তু পাকিস্তান ম্যাচে যত জয়ের দিকে এগিয়েছে অক্ষয় কুমারের অবস্থা ঠিক এমনটাই হয়েছে ৷’ এমনই মজার ট্যুইটে ভরিয়ে দেন পাক সমর্থকরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan | Akshay Kumar: ‘পাকিস্তান ম্যাচ জেতার পর অক্ষয় কুমারের অবস্থা হয়তো এমন হয়েছিল...’ ট্যুইটারে ট্রোলড অভিনেতা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল