প্রথম ভারতীয় হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশিপের জ্যাভেলিন থ্রোয়ে সোনা জিতে নয়া ইতিহাস তৈরি করলেন নীরজ চোপড়া। লড়াই করেও দ্বিতীয় স্থানেই শেষ করতে হয় আরশাদ নাদিমকে। রুপো জিতলেও পাকিস্তানের ইতিহাসেও নয়া রেকর্ড তৈরি করলেন আরশাদ। নীরজ দ্বিতীয় থ্রোয়ে ৮৮.১৭ মিটার জ্যাভেলিন থ্রোয়ের সৌজন্য গোল্ড নিশ্চিৎ করেন। সেখানে আরশাদ সেরা পারফরম্যান্স ৮৭.৮২ মিটার। ৮৬.৬৭ মিটারের সেরা থ্রোতে ব্রোঞ্জ জেতেন চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভাদলেজ। তবে সবার উপরে উড়ল ভারতীয় পতাকাই। প্রতিপক্ষকে হারালেও সৌজন্যতা দেখাতে ভোলেননি নীরজ চোপড়া।
advertisement
সোনা জিতে নয়া ইতিহাস তৈরি করার পর নীরজ ও জাকুব পতাকা হাতে নিয়ে ফটো সেশন করছিলেন। সেখানে রুপোজয়ী পাকিস্তানের নাদিম ছিলেন না। পাকিস্তানের পতাকাও সেই সময় রেখে দেওয়া হয়। কিন্তু আরশাদকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ডেকে নেন নীরজ। পাক তারকার সঙ্গে আলিঙ্গন করেন নীরজ। এরপর নীরজের হাতে ভারতীয় পতাকা থাকলেও খালি হাতেই পাশে দাঁড়িয়ে ছবি তোলেন আরশাদ। যেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে নীরজ চোপড়া যে সৌজন্যতা দেখিয়েছেন তা মন জয় করে নিয়েছে সকলের।
প্রসঙ্গত, ফাইনালে শুরুটা ভাল হয়নি নীরজ চোপড়ার। এদিন নীরজ প্রথম চেষ্টায় ফাউল করেন। এর পর দ্বিতীয় চেষ্টায় তিনি ৮৮.১৭ মিটার দূরে জ্যাভেলিন ছোড়েন। তৃতীয়বার নীরজ চোপড়া ৮৬.৩২ মিটার পার করেন। চতু্র্থ প্রচেষ্টায় ৮৪.৬৪ মিটার ছোড়েন নীরজ। পঞ্চম প্রচেষ্টায় ৮৭.৭৩ মিটার ছোড়েন ভারতের সোনার ছেলে। শেষ চেষ্টায় ৮৩.৯৮ মিটার ছুড়লেন নীরজ। তবে নীরজের দ্বিতীয় প্রচেষ্টায় ছোড়া ৮৮.১৭ মিটার কেউ অতিক্রম করতে পারেনি। সোনা জিতে আরও একবাপ বিশ্ব দরবারে ভারতের নাম উজ্জ্বল করেন সোনার ছেলে নীরজ।