India vs Pakistan: ভারতকে হারিয়ে ইতিহাস তৈরি করল পাকিস্তান, ৩৫ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জয় চিরপ্রতিদ্বন্দ্বি দেশের

Last Updated:

India vs Pakistan: এশিয়া কাপের আগেই পাকিস্তানের কাছে ২২ গজের যদ্ধে হারের মুখ দেখতে হল ভারতকে। তাও আবার ফাইনালের মঞ্চে। ২০ ওভারে টার্গেট ৩৫ বল বাকি থাকতেই করে ফেলল পাকিস্তান।

এজবাস্টন: সামনেই এশিয়া কাপ ২০২৩। ২ সেপ্টেম্বর এশিয়া কাপে আরও একবার ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ। যেই ম্যাচকে ঘিরে চড়ছে উন্মাদনা ও উত্তেজনার পারদ। কিন্তু এশিয়া কাপের আগেই পাকিস্তানের কাছে ২২ গজের যুদ্ধে হারের মুখ দেখতে হল ভারতকে। তাও আবার ফাইনালের মঞ্চে। পাকিস্তানের বিরুদ্ধে এই হার দৃষ্টিহীনদের ক্রিকেটে। ইন্টারন্যাশনাল ব্লাইন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন অর্থাৎ আইবিএসএ ওয়ার্ল্ড গেমসে ফাইনালে ভারতকে হারিয়ে সোনা জিতল পাকিস্তান।
এবারই প্রথম আইবিএসএ ওয়ার্ল্ড গেমসে প্রথম ক্রিকেটের অন্তর্ভূক্তি করা হয়েছিল। খেলা হয় টি-২০ ফর্ম্যাটে। ফাইনাল পৌছায় ভারত ও পাকিস্তান। ইংল্যান্ডের এজবাস্টনে ফাইনালে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৮৪ রান করে ভারতীয় পুরুষদের দৃষ্টিহীন দল। যে টি-২০ ক্রিকেটে নেহাত খুব একটা খারাপ স্কোর ছিল না। কিন্তু রান তাড়া করতে নেমে পাকিস্তান ব্যাটাররা কার্যত তাণ্ডব দেখান। যে লক্ষ্যকে চ্যালেঞ্জিং মনে হচ্ছিল তা অতি সহজেই তাড়া করে ম্যাচ জিতে নেয় পাকিস্তানের পুরুষদের দৃষ্টিহীন দল।
advertisement
advertisement
মারকাটারি ব্যাটিং করে মাত্র ১৪.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌছে যায় পাকিস্তান। ৩৫ বল বাকি থাকতে ও ৮ উইকেটে এই জয় দৃষ্টিহীনদের টি-২০ ক্রিকেটে নজির। সোনা জয়ের পর পাকিস্তান দলের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার ক্রিকেটের অন্তর্ভুক্তি আর সেখানে সোনা জিতে ইতিহাসের পাতায় নাম লেখাল পাকিস্তানের পুরুষদের দৃষ্টিহীন দল।
advertisement
ভারতীয় পুরুষ দল না পারলেও মহিলাদের দৃষ্টিহীন ক্রিকেট দল কিন্তু নিরাশ করেনি। পুরুষরা হেরে গেলেও ভারতীয় মহিলা দল ইন্টারন্যাশনাল ব্লাইন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড গেমসে সোনা জিতেছে। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারায় ভারত। ভারতীয় মহিলা দল নয়া ইতিহাস সৃষ্টি করায় তাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিসিসিআই সচিব জয় শাহ।
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan: ভারতকে হারিয়ে ইতিহাস তৈরি করল পাকিস্তান, ৩৫ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জয় চিরপ্রতিদ্বন্দ্বি দেশের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement