প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ছয় ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে। ভারতের পক্ষে ওপেনাররা দারুণ শুরু করে, আর কার্তিক শেষের দিকে দ্রুত রান তুলে দলকে চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেন। ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ ১১ বলে ২৮ রানের ইনিংস খেলেন রবিন উথাপ্পা। এছাড়া ভরত চিপলি ১৩ বলে ২৪ ও দীনেশ কার্তিক ৬ বলে ১৭ রান করেন।
advertisement
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান তিন ওভারে ১ উইকেট হারিয়ে ৪১ রান তুলেছিল, ঠিক তখনই বৃষ্টি বাধা দেয়। হাড্ডাহাড্ডি মুহূর্তে ম্যাচ বন্ধ হওয়ায় দর্শকরা কিছুটা হলেও হতাশ হয়। বৃষ্টির কারণে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। পরবর্তীতে ডাকওয়ার্থ–লুইস পদ্ধতিতে হিসাব কষে ভারতকে ২ রানে জয়ী ঘোষণা করা হয়।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2025 3:01 PM IST
