Richa Ghosh: যে অলি-গলিতে বেড়ে ওঠা, সেখানেই আজ সেলিব্রিটি! 'ভালোবাসায় ভেসে' ঘরে ফিরলেন বিশ্বজয়ী রিচা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
World Cup Winner Richa Ghosh Returns To Her Home Town Siliguri: মহিলা বিশ্বকাপে নজর কাড়া পারফরম্যান্স করে চ্য়াম্পিয়ন হয়ে শিলিগুড়ি ফিরলেন বাংলার মেয়ে রিচা ঘোষ। রাজকীয় সংবর্ধনায় বিশ্বজয়ীকে বরণ করে নিল তার নিজের শহর।
পরনে ভারতীয় দলে ঘন নীল ব্লেজার, চোখে সানগ্লাস। পুরো ‘সুটেড-বুটেড’। বিশ্বকাপ জিতে বাড়ি ফিরছেন একটু ‘ঠাট-বাট’ না হলে হয়। মহিলা বিশ্বকাপে নজর কাড়া পারফরম্যান্স করে চ্যাম্পিয়ন হয়ে শিলিগুড়ি ফিরলেন বাংলার মেয়ে রিচা ঘোষ। রাজকীয় সংবর্ধনায় বিশ্বজয়ীকে বরণ করে নিল তার নিজের শহর। এমন ভালোবাসায় আপ্লুত রিচাও।
শুক্রবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পা রাখেন রিচা ঘোষ। নামার পর থেকেই শুরু হয়ে যায় সংবর্ধনার পর্ব। গোটা শিলিগুড়ি জুড়ে উৎসবের আমেজ। অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন স্বয়ং মেয়র গৌতম দেব।পুরসভার তরফ থেকেও সাজানো হয় গোটা শিলিগুড়ি শহর। লাল গালিচায় পা রেখে, জাতীয় পতাকায় মোড়া হুডখোলা গাড়িতে চেপে, চেনা শহরবাসীর ভালোবাসায় ভেসে ঘরে ফিরলেন রিচা।
advertisement
গোটা যাত্রাপথে রিচাকে দেখার জন্য অপেক্ষা ছিল তার ফ্যানেরা। মাঝে মাঝে গাড়ি থামাতেও হয়। বিভিন্ন ক্লাব, সংগঠন, স্থানীয় বাসিন্দারা ভালোবাসায় ভরিয়ে দেন ঘরের মেয়েকে। রিচার বাড়ি সুভাষপল্লি থেকে বাঘাযতীন পার্কের দূরত্ব প্রায় ২০০ মিটার। এই রাস্তা জু়ড়ে লাল গালিচা পাতা হয়েছে। স্থানীয় মহিলা ক্রিকেটারদের গার্ড অফ অনার দেয় রিচা ঘোষকে।
advertisement
advertisement
মেয়ে বিশ্বজয় করে ঘরে ফিরছে, মা মেয়ের প্রিয় বিশেষ খাবার রান্না করবেন না, তা আবার হয় নাকি। মেয়ের জন্য ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চিলি পনি বানিয়েছেন মা। সঙ্গে রয়েছে বিশেষ মিষ্টিও। শুধু শিলিগুড়িতেই নয়, শনিবার কলকাতায় রাজ্য সরকারের তরফ থেকেও বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2025 2:26 PM IST

