বাংলাদেশকে ১১ রানে হারিয়ে দিল পাকিস্তান। বৃহস্পতিবারের সেমিফাইনালে ব্যাটিং ব্যর্থতাই শেষ পর্যন্ত হার ডেকে আনল। রবিবার সূর্যকুমার যাদবদের ভারতের বিরুদ্ধে এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে নামবেন সলমন আলি আঘারা। প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। চলতি আসরে মোট তিনবার একে অপরের মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।
advertisement
দুবাইয়ের মাঠে পর পর দু’দিন ম্যাচ খেলতে হয়েছে বাংলাদেশকে। পর পর ম্যাচ খেলার ধকল পড়ল ক্রিকেটারদের শরীরে। পাশাপাশি ভারতের পর পাকিস্তানের বিরুদ্ধেও খেলতে পারলেন না লিটন দাস। ফলে দলের সেরা ব্যাটারকে পেল না বাংলাদেশ। তার প্রভাব পড়ল দলের ব্যাটিংয়ে। বল ভাল করেও ম্যাচ জিততে পারল না তারা।
আরও পড়ুন- বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি পাকিস্তানের। আরও এক বার দলের টপ ও মিডল অর্ডার ব্যর্থ। বাংলাদেশের বোলারদের সামনে যে ভাবে পাকিস্তান ব্যাট করছিল, দেখে মনে হচ্ছিল ১০০ রানও হবে না। তবে পাকিস্তানকে খেলায় ফেরালেন বাংলাদেশের ফিল্ডারেরা। শূন্য রানের মাথায় শাহিন শাহ আফ্রিদি ও মহম্মদ নওয়াজ়ের ক্যাচ পড়ল। শাহিন ১৯ ও নওয়াজ ২৫ রান করলেন। নজর কাড়লেন মহম্মদ হ্যারিসও। ৩১ রান করলেন তিনি।
চলতি এশিয়া কাপে এখনও পর্যন্ত দু’বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। দু’বারই জিতেছে ভারত।