বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই থাকার কারণে ভারত-পাকিস্তান ম্যাচে রাখা হয়েছে রিজার্ভ ডে। অর্থাৎ রবিবার খেলা পুরো না হলে, যেখান থেকে বন্ধ হবে খেলা সোমবার ফের একই জায়গা থেকে শুরু হবে ম্যাচ। তবে পূর্বাভাস অনুযায়ী রবি ও সোম ২ দিনই কলম্বোতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি বিঘ্নিত হলেও ২ দিন মিলিয়ে পুরো ম্যাচ করা বিষয়ে আশাবাদী আয়োজকরা।
advertisement
আশার আলো বলতে এটুকুই কলম্বোতে রবিবার সকালে পরিস্কার আকাশ এবং সঙ্গে সূর্য দেখা দিয়েছে। তবে বেলা হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুসারে, ভারতীয় সময় দুপুর দুটোর সময় ৪৯ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেলা তিনটের দিকে বৃষ্টিপাতের ৬৬ শতাংশ সম্ভাবনা রয়েছে। যা ভারত বনাম পাকিস্তান সুপারের জন্য নির্ধারিত শুরুর সময়। এমনকী ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ৪৯ থেকে ৬৯ শতাংশ।
আরও পড়ুনঃ India vs Pakistan: ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তানের ‘সিংহাসন’ কেড়ে নিল অস্ট্রেলিয়া
সোমবার ভারত-পাকিস্তান ম্যাচের যে রিজার্ভ ডে রাখা হয়েছে সেখানেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। Accuweather-এর রিপোর্ট অনুযায়ী সোমবার কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা ৯৯ শতাংশ। সোমবার ছয় ঘণ্টা ধরে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে গ্রুপ পর্বের পর সুপার ফোরেও ভারত-পাক দ্বৈরথের মজা মাটি করে দিতে পারে বৃষ্টি।