India vs Pakistan: ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তানের 'সিংহাসন' কেড়ে নিল অস্ট্রেলিয়া

Last Updated:

India vs Pakistan Asia Cup 2023 Super 4: এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা খেল পাকিস্তান। আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল বাবর আজম, শাহিন আফ্রিদিরা। পাকিস্তানকে দুইয়ে নামিয়ে ফের নিজেদের হারানো সিংহাসন দখল করল অস্ট্রেলিয়া।

ভারত বনাম পাকিস্তান
ভারত বনাম পাকিস্তান
কলম্বো: এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা খেল পাকিস্তান। আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল বাবর আজম, শাহিন আফ্রিদিরা। পাকিস্তানকে দুইয়ে নামিয়ে ফের নিজেদের হারানো সিংহাসন দখল করল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ ১২৩ রানের বড় ব্যবধানে জিতে এক নম্বরে উঠে এল ব্যাগি গ্রিনরা।
এশিয়া কাপের আগে আফগানিস্তানকে ৩ ম্যাচের একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ করে আইসিসি একদিনের ক্রিকেট র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছিল পাকিস্তান। এশিয়া কাপ শুরুর আগে ও প্রতিযোগিতা চলাকালীন একাধিক পাক ক্রিকেটারকে বলতে শোনা গিয়েছে,’আমরাই এখন বিশ্বের এক নম্বর দল’। কিন্তু তা আর বেশি দিন বলার সুযোগ হল না পাকিস্তানের। দুই নেমে আসলেন বাবররা।
advertisement
প্রসঙ্গত, ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯২ রানের বিশাল স্কোর অজিরা। জোডা সেঞ্চুরি করেন ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশানে। রান তাড়া করতে নেমে ৪১.৫ ওভারে ২৬৯ রানে ৫ অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। ১২৩ রানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। একইসঙ্গে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসল অজিরা।
advertisement
advertisement
বর্তমানে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ১২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ১১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় ভারতীয় দল। এছাড়া নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ চার থেকে দশের মধ্যে। ফলে প্রথম তিন স্থানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই তা বলাই যায়।
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan: ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তানের 'সিংহাসন' কেড়ে নিল অস্ট্রেলিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement