TRENDING:

ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় ওডিআই, ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে এই স্টেডিয়াম

Last Updated:

নিউজিল্যান্ডের বিরুদ্ধেও একদিনের সিরিজের প্রথম ম্যাচে ১২ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচে রায়পুরে মুখোমুখি হবে দুই দল। ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে এই স্টেডিয়াম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়পুর: এর আগে আইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ টি২০ ও ঘরোয়া ক্রিকেটের ম্যাচ হলেও এখনও পর্যন্ত আন্তর্জাতিক একদিনের ম্যাচ আয়োজিত হয়নি রায়পুর স্টেডিয়ামে। শনিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী থাকতে চলেছে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ভারতের ৫০তম একদিনের ক্রিকেট ম্যাচ হতে চলেছে রায়পুর স্টেডিয়াম। ভারত-নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে রায়পুরে এখন উৎসবের আমেজ।
Raipur Stadium File Photo
Raipur Stadium File Photo
advertisement

এই ম্যাচকে ঘিরে রায়পুরের ক্রিকেট প্রেমিদের মধ্যে কতটা উন্মাদনা তা ভেন্যুতে পৌছেই বুঝতে পারলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচের আগে রায়পুরের হোটেলে পৌঁছানোর পরে টিম ইন্ডিয়াকে দুর্দান্ত ভাবে স্বাগত জানানো হয়। বিমান বন্দর থেকে হোটেলের বাইরে হাজির হয়েছিলেন অসংখ্য ফ্যানেরা। হোটেলও উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানানো হয়ে টিম ইন্ডিয়াকে। ব্যবস্থা করা হয়েছিল রায়পুরের ঐতিহ্যশালী আদিবাসী নৃত্যের। এমন অভ্যর্থনা পেয়ে খুশি ভারতীয় ও কিউই ক্রিকেটাররা।

advertisement

আরও পড়ুনঃ রায়পুরে দ্বিতীয় ওডিআই, তার আগে বড় শাস্তি ভারতীয় দলের সকল ক্রিকেটারের

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রসঙ্গত, প্রথম একদিনের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ৩৪৯ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ২০৮ রান করেন শুবমান গিল। রান তাড়া করতে নেমে মাইকেল ব্রেসওয়েল ১৪০ রানেক বিধ্বংসী ইনিংস খেললেও দলকে জয় এনে দিতে পারেননি। ৪ বল বাকি থাকতে ৩৩৭ রানে অলআউট হয়ে যায় কিউইরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় ওডিআই, ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে এই স্টেডিয়াম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল