রায়পুরে দ্বিতীয় ওডিআই, তার আগে বড় শাস্তি ভারতীয় দলের সকল ক্রিকেটারের

Last Updated:

নিউজিল্যান্ডের বিরুদ্ধেও একদিনের সিরিজের প্রথম ম্যাচে ১২ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ম্যাচের আগে খারাপ খবর ভারতীয় দলে। আইসিসির শাস্তির মুখে পড়তে হল ভারতীয় দলের সকল ক্রিকেটারদের।

হায়দরাবাদ: শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও একদিনের সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। যদিও এই জয় পেতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল রোহিত শর্মার দলকে। ৩৫০ রানের টার্গেট দিয়েও মাত্র ১২ রানে এসেছিল জয়। শনিবার রায়পুরে সিরিজের দ্বিতীয় একিদিনের ম্যাচ। সিরিজ পকেটে পোরার লক্ষ্যে নামতকে চলেছে মেন ইন ব্লুরা। কিন্তু সেই ম্যাচের আগে খারাপ খবর ভারতীয় দলে। আইসিসির শাস্তির মুখে পড়তে হল ভারতীয় দলের সকল ক্রিকেটারদের।
বর্তমানে ম্যাচের আইন-শৃঙ্খলা নিয়ে খুবই কঠোর নিয়ম করেছে আইসিসি। নির্ধারিত সময়ে ইনিংস শেষ করা তার মধ্যে অন্যতম। হায়দরাবাদে কিউইদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নির্ধারিত সময়ে বোলারদের দিয়ে ৫০ ওভার শেষ করাতে পারেননি রোহিত শর্মা। সেই কারণেই শাস্তির মুখে পড়তে হয়েছে গোটা ভারতীয় দলকে। সকল ক্রিকেটারের অর্ধেকেরও বেশি ম্যাচ ফি কাটার শাস্তির হয়েছে টিম ইন্ডিয়া। যেই পরিমাণটা প্রায় ৬০ শতাংশ।
advertisement
হায়দরাবাদ ম্যাচে রেফারি ছিলেন প্রাক্তন ভারতীয় পেসার জভাগল শ্রীনাথ। ফিল্ড আম্পায়ারদের দেওয়া রিপোর্ট বিবেচনা করে শ্রীনাথ দেখেন নির্ধারিত সময়ের থেকে ৩ ওভার পিছিয়ে ছিল ভারতীয় দল। আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা পূর্ণ করতে না পারলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি'র ২০ শতাংশ হারে জরিমানা করা হবে। ভারতীয় দল ৩ ওভার পিছিয়ে থাকায় ৬০ শতাংশ জরিমানা দিতে হল সকলকে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিশ্বজয়ের একমাস পর মনের কথা জানালেন মেসি, কী বললেন আর্জেন্টাইন মহাতারকা
প্রসঙ্গত, প্রথম একদিনের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ৩৪৯ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ২০৮ রান করেন শুবমান গিল। রান তাড়া করতে নেমে মাইকেল ব্রেসওয়েল ১৪০ রানেক বিধ্বংসী ইনিংস খেললেও দলকে জয় এনে দিতে পারেননি। ৪ বল বাকি থাকতে ৩৩৭ রানে অলআউট হয়ে যায় কিউইরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রায়পুরে দ্বিতীয় ওডিআই, তার আগে বড় শাস্তি ভারতীয় দলের সকল ক্রিকেটারের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement