এমন বিশ্বকাপ বিরাট কোহলির জীবনে এর আগে কাটেনি। প্রতিযোগিতায় ৬ ম্যাচে বিরাট কোহলি মোট করেছেন ৬৬ রান। একটিও অর্ধশতরান নেই। সর্বোচ্চ স্কোর ৩৭। স্ট্রাইক রেট ১০০। বাংলাদেশের বিরুদ্ধে ৩৭ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচে খাতাই খুলতে পারেননি। ফলে বিরাট কোহলির ফর্ম নিয়ে উঠছে নানা প্রশ্ন। দল থেকে বাদ দেওয়া নিয়ে তৈরি হয় জল্পনা। এবার কোহলিকে নিয়ে মুখ খুললেন অধিনায়ক রোহিত শর্মা।
advertisement
সেমিফাইনালের আগে বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন করা হলে রোহিত শর্মা বিষয়টি নিয়ে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। ভারত অধিনায়ক বলেন,”বিরাট কোহলির ফর্ম নিয়ে বেশি আলোচনার প্রয়োজন নেই। যে কোনও দিন রান করেন তিনি। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলব, ব্যাট চালিয়ে খেলব, কেউ সফল হবে কেউ হবে না, ঠিক তেমনই কোহলির ফর্ম নিয়ে চর্চার কোনও কারণ নেই।”
আরও পড়ুনঃ India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন একাদশ নামাতে চলেছে ভারত? থাকছে বড় চমক! জানুন বিস্তারিত
—- Polls module would be displayed here —-
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় দল। ভারতীয় সময় রাত ৮টায় গায়ানায় হবে ম্যাচ। তবে এই ম্যাচ প্রধান বাধা বৃষ্টি। ৮৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাচ। খেলা না হলে সুপার এইট রাউন্ডে লিগ টেবিলে এগিয়ে থাকার সৌজন্য ফাইনালে চলে যাবে ভারত।