TRENDING:

সেমি ফাইনালেও 'কিং' কোহলি, দলের প্রয়োজনে খেললেন বিরাট ইনিংস

Last Updated:

টি-২০ বিশ্বকাপে মেগা সেমি ফাইনালে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ। বড় ম্যাচে ফের একবার বিরাট কোহলি। খেললেন অর্ধশতরানের অনবদ্য ইনিংস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অ্যাডিলেড: টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালেও বিরাট কোহলি শো। একদিক থেকে যখন রোহিত শর্মা, কেএল রাহুল, সূর্যকুমার যাদবরা বড় ম্যাচে বড় রান করতে ব্যর্থ। তখন একাই আরও একবার দলের হাল ধরলেন বিরাট। কঠিন পরিস্থিতিতে করলেন আরও একটি অর্ধশতরান। টি-২০ বিশ্বকাপের চতুর্থ হাফ সেঞ্চুরি এল কোহলির ব্যাট থেকে। বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার ব্যাটেই ভর করেই লড়াই করার মত স্কোর করল টিম ইন্ডিয়া।
advertisement

ওপেনিংয়ে এদিন ফের ব্যর্থ হন কেএল রাহুল। ৯ রানে প্রথম উইকেট পরার পর ক্রিজে আসেন বিরাট কোহলি। শুরুতেই কভার-এক্সট্রা কভারের উপর থেকে ট্রেড মার্ক ছক্কা মেরে বুঝিয়ে দিয়েছিলেন আজকে তার দিন। ঠান্ডা মাথায় এগিয়ে নিয়ে যান দলের স্কোর বোর্ড। প্রয়োজনে খেলেন মারকাটারি শটও। রোহিত শর্মা শুরুটা ভালো করেও বড় রান করতে ব্যর্থ হন। সূর্যকমার যাদবও ফেরেন তাড়াতাড়ি।

advertisement

তারপর পুরো দায়িত্বটাই এসে পড়ে বিরাট কোহলির উপর। তাকে সঙ্গ দেন একমাত্র হার্দিক পান্ডিয়া। বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া জুটি নিজেদের অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন। ৩৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন বিরাট কোহলি। যদিও ৫০ করার পরই দ্রুত রান করতে গিয়ে আউট হন বিরাট। ক্রিস জর্ডানের বলে আদিল রাসশিদের হাতে ক্যাচ আউট হন বিরাট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

৪০ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন কোহলি। ইনিংসে ৪টি চার ও একটি ছক্কা মারেন বিরাট। দলের গুরুত্বপূর্ণ সময়ে ফের একবার দায়িত্ব নিয়ে ব্যাট করে বিরাট কোহলি বুঝিয়ে দিলেন কেন তাকে 'কিং' বলা হয়। কোহলির ব্যাটে বড় ইনিংস উপহার পেয়ে খুশি ফ্যানেরাও।

বাংলা খবর/ খবর/খেলা/
সেমি ফাইনালেও 'কিং' কোহলি, দলের প্রয়োজনে খেললেন বিরাট ইনিংস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল