ওপেনিংয়ে এদিন ফের ব্যর্থ হন কেএল রাহুল। ৯ রানে প্রথম উইকেট পরার পর ক্রিজে আসেন বিরাট কোহলি। শুরুতেই কভার-এক্সট্রা কভারের উপর থেকে ট্রেড মার্ক ছক্কা মেরে বুঝিয়ে দিয়েছিলেন আজকে তার দিন। ঠান্ডা মাথায় এগিয়ে নিয়ে যান দলের স্কোর বোর্ড। প্রয়োজনে খেলেন মারকাটারি শটও। রোহিত শর্মা শুরুটা ভালো করেও বড় রান করতে ব্যর্থ হন। সূর্যকমার যাদবও ফেরেন তাড়াতাড়ি।
advertisement
তারপর পুরো দায়িত্বটাই এসে পড়ে বিরাট কোহলির উপর। তাকে সঙ্গ দেন একমাত্র হার্দিক পান্ডিয়া। বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া জুটি নিজেদের অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন। ৩৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন বিরাট কোহলি। যদিও ৫০ করার পরই দ্রুত রান করতে গিয়ে আউট হন বিরাট। ক্রিস জর্ডানের বলে আদিল রাসশিদের হাতে ক্যাচ আউট হন বিরাট।
৪০ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন কোহলি। ইনিংসে ৪টি চার ও একটি ছক্কা মারেন বিরাট। দলের গুরুত্বপূর্ণ সময়ে ফের একবার দায়িত্ব নিয়ে ব্যাট করে বিরাট কোহলি বুঝিয়ে দিলেন কেন তাকে 'কিং' বলা হয়। কোহলির ব্যাটে বড় ইনিংস উপহার পেয়ে খুশি ফ্যানেরাও।