TRENDING:

U19 World Cup India 2022: অনূর্ধ্ব উনিশ ফাইনালে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত ইংল্যান্ডের

Last Updated:

India vs England Live Score, U19 World Cup 2022 Final England wins toss and will bat first. টস জিতে ফাইনালে ব্যাট করার সিদ্ধান্ত ইংল্যান্ডের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অ্যান্টিগা: অনূর্ধ্ব উনিশ ফাইনালে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত ইংল্যান্ডের।আটবারের ফাইনালিস্ট।চারবারের চ্যাম্পিয়ন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পঞ্চমবার বিশ্বসেরা হওয়ার হাতছানি ভারতের সামনে। শনিবার টুর্নামেন্টের ফাইনালে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড। পারফরম্যান্সের নিরিখে খেতাব জয়ের লড়াইয়ে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামতে চলেছেন যশ ধুল, রবি কুমাররা। ২০১৯’র ফাইনালে বাংলাদেশের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। তাই এবার বেশ সতর্ক কোচ হৃষিকেশ কানিতকার।
টস জিতে ফাইনালে ব্যাট করার সিদ্ধান্ত ইংল্যান্ডের
টস জিতে ফাইনালে ব্যাট করার সিদ্ধান্ত ইংল্যান্ডের
advertisement

আরও পড়ুন - Agarkar on Rohit : ধোনি, কোহলির থেকে ফিটনেসে পিছিয়ে অধিনায়ক রোহিত! আশঙ্কায় অজিত আগরকার

আত্মতুষ্টি যাতে ছেলেদের ফোকাস নড়িয়ে না দেয়, সে ব্যাপারে তিনি সজাগ।

২০০০ সালে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ভারত। এরপর ২০০৮, ২০১২ ও ২০১৮ সালে সেই ধারা বজায় রাখে ‘মেন ইন ব্লু’। শেষ ন’টি বিশ্বকাপের মধ্যে সাতবার ফাইনালে পৌঁছেছে ভারত। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, টিম ইন্ডিয়ার সিনিয়র দলের সাপ্লাই লাইন কতটা মজবুত।

advertisement

চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই নজর কেড়েছেন অধিনায়ক যশ ধুল, শাইক রশিদ, রাজবর্ধন হাঙ্গারগেকর, রবি কুমার, ভিকি অসওয়াল। করোনার জেরে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই একাধিক ক্রিকেটারকে ছাড়াই খেলতে হয়েছিল ভারতকে। তবে তাতে দলের পারফরম্যান্সে খুব একটা পার্থক্য ঘটেনি। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে নক-আউটের টিকিট নিশ্চিত করে চারবারের চ্যাম্পিয়নরা। কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ ও শেষ চারের লড়াইয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপটে জিতে ফাইনালে পৌঁছয় ভারত।

advertisement

এই পর্বে ব্যাট হাতে ধারাবাহিকভাবে পারফর্ম করেন অধিনায়ক যশ ধুল। সেমি-ফাইনালে তাঁর শতরানে ভর করেই ২৯০ রানে তোলে টিম ইন্ডিয়া। পাশাপাশি ব্যাট হাতে ভরসা জুগিয়েছেন রশিদও। তবে দুই ওপেনার অঙ্গক্রিশ ও হরনুর সিংয়ের ফর্ম কিছুটা হলেও পড়তির দিকে। ফাইনালের আগে রবি কুমারদের বাড়তি পাওয়া বিরাট কোহলির পেপ টক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

দীর্ঘ ২৪ বছর পর ফের যুব বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড। ১৯৯৮ সালে শেষবার তারা একবারই এই খেতাব জয়ের স্বাদ পেয়েছিল। ভারতের মতোই ইংরেজরা এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত। অধিনায়ক টম প্রেস্ট ধারাবাহিকভাবে রান করছেন। পাশাপাশি বোলিং বিভাগে জোসুয়া বয়ডেনের দুরন্ত ফর্ম যে কোনও দলের ব্যাটিং অর্ডারকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। এখনও পর্যন্ত তাঁর সংগ্রহ ১৩টি উইকেট।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
U19 World Cup India 2022: অনূর্ধ্ব উনিশ ফাইনালে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত ইংল্যান্ডের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল