এর আগেও ২০১৪ এবং ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে গোটা টুর্নামেন্টেই দুর্দান্ত ফর্মে দেখা যায় কোহলিকে ৷ কিন্তু ওই দু’বছরও ভারত ট্রফি জিততে পারেনি ৷
২০১৪ - কোহলি করেন ৩১৯ রান ( ভারত হারে ফাইনালে)
২০১৬- কোহলি করেন ২৭৩ রান (ভারত হারে সেমিফাইনালে)
২০২২- কোহলির মোট রান ২৯৬ (ভারতের হার সেমিফাইনালে)
এই তিনটি টি২০ বিশ্বকাপেই দুরন্ত ফর্মে দেখা গিয়েছিল বিরাটকে ৷ কিন্তু তিনি নিজে রান পেলেও ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি ৷ ট্রফি জয়ের খুব কাছাকাছি পৌঁছেও ফের একবার খালি হাতেই ফিরতে হচ্ছে কোহলি এবং টিম ইন্ডিয়াকে ৷
আরও পড়ুন-আইসিসি প্রতিযোগিতায় নক আউট পর্বে হেরেই চলেছে ভারত, দেখুন গত কয়েক বছরের রেকর্ড
এই বিশ্বকাপে বাউন্ডারি হাঁকানোর নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি। টি টোয়েন্টি বিশ্বকাপে ১০০টি চার মারার মাইলস্টোন ছুঁয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি চার মারার রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনের দখলে। ৩১টি ইনিংসে ১১১টি বাউন্ডারি মেরেছেন জয়বর্ধনে।