চতুর্থ দিনের সকাল থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে ভারত। দিনের শুরুতেই রোহিত শর্মাকে বোল্ড করে সাজঘরে পাঠান জিমি অ্যান্ডারসন। ২৯ রানে প্রথম উইকেট পড়ে ভারতের। রোহিত ফিরতেই সাজঘরে ফেরেন যশস্বীও। ১৭ রান কের অ্যান্ডারসনের শিকার হন তিনিও। ৩০ রানে দ্বিতীয় উইকেট পড়ে ভারতের। পরপর ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া।
advertisement
এরপর ইনিসের রাশ কিছুটা ধরেন শুভমান গিল ও শ্রেয়স আইয়ার। ঠান্ডা মাথায় ব্যাটিং করে অর্ধশতরানের পার্টনারশিপও করেন দুজন। বেশ কিছু চোখ ধাঁধানো শট খেলেন গিল। নিজের ব্যক্তিগত অর্ধশতরান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিন। ১১১ রান তৃতীয় উইকেটে পতন। ২৯ রান করে হার্টলির বলে আউট হন শ্রেয়স। চতুর্থ উইকেটের পতনও দ্রুত হয়। দলের ১২২ রানে ব্যক্তিগত ৯ রান করে রেহান আহমেদের শিকার হন রজত পাতিদার।
আরও পড়ুনঃ সিনেমাও মানবে হার! জেলে থাকাকালীন নিজের আইনজীবীর সঙ্গে প্রেম-বিয়ে বিশ্বজয়ী ক্রিকেটারের
একদিক থেকে উইকেট পড়লেও নিজের ইনিংস চালিয়ে যান শুভমান গিল। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৬০ রানে অপরাজিত রয়েছেন তিনি। অপরদিকে, ২ রানে ক্রিজে রয়েছেন অক্ষর প্যাটেল। লাঞ্চ পর্যন্ত ভারতের স্কোর ১৩০ রানে ৪ উইকেট। ভারতের লিড হয়েছে ২৭৩ রানের।