১২ বছর পর জাতীয় দলে ফিরেই বল হাতে ২ উইকেট নেওয়াই শুধু নয়, রেকর্ড বুকেও নাম তুললেন জয়দেব উনাদকাট। ভারতের প্রথম ক্রিকেটার হলেন জয়দেব উনাদকাটা যার দেশের হয়ে দুটি টেস্ট খেলার মাঠে তফাৎ ১১৮টি টেস্ট। তাঁর থেকে বেশি টেস্টে বাদ পড়েছিলেন শুধু ইংল্যান্ডের গ্যারেথ ব্যাটি। তিনি ১৪২টি টেস্টে দলের বাইরে ছিলেন। ক্রিকেট ইতিহাসে গ্যারেথ বাটিই সবথেকে বেশি টেস্ট বাদ যাওয়া ক্রিকেটার। উনাদকাট এমনিতেও নিজের শেষ আবন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০১৮ সালে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০-তে।
advertisement
আরও পড়ুনঃ বিশ্বকাপে মেসির পোশাক তৈরি করেছে বাংলাদেশ! হঠাৎ কেন এমন জল্পনা
প্রসঙ্গত, দ্বিতীয় টেস্টে দুরন্ত শুরু করেছে ভারতীয় দল। মীরপুরে ভারতীয় বোলারদের দাপটে আরও একবার ধরাশায়ী বাংলাদেশের ব্যাটিং লাইন। মীরপুর টেস্টের প্রথম দিনে ২২৭ রান অলআউট হয়ে শাকিব আল হাসানের দল। মমিনুল হক ৮৪ রানের লড়াকু ইনিংস না খেললে লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত বেঙ্গল টাইগার্সদের। ভারতে হয়ে ৪টি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব। ২টি উইকেট নেন জয়দেব উনাদকাট। দিনের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৯।