TRENDING:

Virat Kohli: কী 'অপরাধ' করলেন বিরাট কোহলি, গুজরাট পুলিশের কাছে তাকে গ্রেফতার না করার আবেদন

Last Updated:

Virat Kohli: আহমেদাবাদে স্মরণীয় ইনিংস খেলার মাঝে কী এমন করলেন বিরাট কোহলি যার জন্য গ্রেফতার হতে পারেন? কোহলিকে যাতে গ্রেফতার না করা হয় তার জন্য গুজরাট পুলিশের কাছে আবেদন করেছে দিল্লি পুলিশের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: আহমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার অনবদ্য ব্যাটিং করেছেন বিরাট কোহলি। তার চওড়া ব্যাটে ভর করেই ম্যাচে ঘুড়ে দাঁড়িয়েছে ভারতীয় দল। দীর্ঘ ১২০৫ দিন পর টেস্ট ক্রিকেটে শতরান করেন কোহলি। পূরণ করেন ১৫০ রানও। মাত্র ১৪ রানের জন্য হাতছাড়া হয় দ্বিশতরান। অপরদিকে, কেউ একটু সঙ্গ দিলেই চলে আসত ডবল সেঞ্চুরিও। ১৮৬ রানের ইনিংস খেলে একাধিক রেকর্ডও গড়েছে বিরাট। কিন্তু এমন স্মরণীয় ইনিংস খেলার মাঝে কী এমন করলেন বিরাট কোহলি যার জন্য গ্রেফতার হতে পারেন? কোহলিকে যাতে গ্রেফতার না করা হয় তার জন্য গুজরাট পুলিশের কাছে আবেদন করেছে দিল্লি পুলিশের।
advertisement

এমন আবেদন দেখে প্রাথমিকভাবে একটি চমকে গিয়েছিলেন সকলেই। আসলে দিল্লি পুলিসের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। কোহলি যেহেতু দিল্লির ঘরের ছেলে পোস্টে দিল্লি পুলিশ, আবেদন করে গুজরাট পুলিশের কাছে যাতে গ্রেফতার না করা হয় তারকা ক্রিকেটারকে। পোস্টে দিল্লি পুলিসের তরফে লেখা হয়, ‘‘প্রিয় গুজরাত পুলিশ, বিদেশি অতিথিদের এ ভাবে মারার জন্য আমাদের দিল্লির ছেলে বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন না।’’ যেই পোস্ট নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। আর দিল্লি পুলিশ কেন এই পোস্ট করে তার উত্তরও পাওয়া যায়।

advertisement

আরও পড়ুনঃ Viral News: ক্রিকেটে এক বলে সর্বোচ্চ কত রান হতে পারে? জানলে চক্ষু চড়কগাছ হবে আপনারও

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আসলে পুরো বিষয়টিই মজার ছলে করা। কারণ ভারতীয় সংস্কৃতি অনুযায়ী বিদেশী অতিথিদের বিশেষ অতিথি বা ভগবানের মর্যাদা দেওয়া হয়। তাদের অতিথি আপ্পায়নে যাতে কোনও খামতি না হয় নজর রাখা হয় সেই সকল দিকে। সেই হিসেবে অস্ট্রেলিয়ার দলও এই মুহূর্তে ভারতের অতিথি। কিন্তু বিরাট কোহলি ২ দিন ধরে আহমেদাবাদের ২২ গজে ব্যাট হাতে কার্যত শাসন করেছেন অজিদের। কোহলিকে আউট করতে কার্যত হিমসিম খেতে হয়েছে অজি বোলারদের। সেই কারণেই ঘরের ছেলেকে সমর্থন ও মজা করে এই পোস্ট দিল্লি পুলিসের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: কী 'অপরাধ' করলেন বিরাট কোহলি, গুজরাট পুলিশের কাছে তাকে গ্রেফতার না করার আবেদন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল