IND vs AUS Final | ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল | ODI World Cup 2023 LIVE Score Updates
ভারত-অস্ট্রেলিয়ার ফাইনালের দিকে তাকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব। তৎপর পুলিশও। জাল টিকিটের রমরমা রুখতে চলছে বিশেষ নজরদারি। এই নিয়ে বিশেষ নির্দেশিকাও জারি করেছে পুলিশ। এর মাধ্যমে দর্শক নিজেরাই চিনতে পারবেন তাঁদের কেনা টিকিট আসল না কি নকল। একনজরে আসল নকলের পার্থক্য বোঝার কোনও উপায় নেই। কিন্তু কালার কোড, বারকোড, ম্যাক্রো লেন্স, ভয়েস ফিচার ইত্যাদির সাহায্যে জাল টিকিট সনাক্ত করা যায়। আসল টিকিটের উপর কালার কোড রয়েছে। আলোতে ধরলে ঝকমক করে।
advertisement
জাল টিকিট রুখতে নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। ক্রিকেট অনুরাগী এবং ইভেন্ট আয়োজকদেরও জাল টিকিট এবং কেলেঙ্কারি থেকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু জাল টিকিট চেনা যাবে কী করে? এখানে রইল কয়েকটি উপায়।
কালার বার: আসল টিকিটে কালার বার দেওয়া হয়েছে। আলোতে ধরলে রঙ বদলে যাবে।
ভয়েস ফিচার্স: টিকিটের পিছনে ভয়েস ফিচার্স রয়েছে। হালকা রুপোলি রঙের ব্যান্ডে দৃশ্যমান।
ম্যাক্রো লেন্স: টিকিটের পিছনে নিচের দিকে কিছু নিয়ম লেখা আছে। অক্ষরগুলো এতই ছোট যে ম্যাগনিফাইং লেন্স ছাড়া পড়া যাবে না। নকল টিকিটে ম্যাক্রো লেন্স নেই।
বারকোড: টিকিটের সামনের অংশের নিচের দিকে বারকোড রয়েছে। জাল টিকিটেও বারকোড রয়েছে। কিন্তু সেটা জাল। স্টেডিয়ামে প্রবেশের সময় এটা স্ক্যান করা যাবে না।
ডায়নামিক কালার-ইনফিউজড পেপার: স্ট্যাম্পে ডায়নামিক কালার-ইনফিউজড পেপার ব্যবহার করা হয় যা স্ট্যাম্প সামান্য ছিঁড়ে গেলে বা টেম্পারিং হলে একটি স্বতন্ত্র গোলাপি রঙ দেখায়।
এর পাশাপাশি টিকিটের পিছনের নিচে কিছু নিয়ম লেখা রয়েছে ছোট ছোট অক্ষরে। জাল টিকিটে এটা নেই। এছাড়া টিকিটের পিছনে ভয়েস ফিচার রয়েছে। এটাও জাল টিকিটে থাকে না।a