ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টি-২০ ম্যাচ হতে চলেছে ছত্তিসগড় রায়পুরের শহীদ বীর নারায়ণ সিংহ স্টেডিয়ামে। কিন্তু আশ্চর্যের বিষয় হল মাঠে বিদ্যুৎ সংযোগ নেই। জানা গিয়েছে, ১৪ বছর ধরে ইলেকট্রিক বিল বকেয়া রেখেছিল ছত্তিসগড় ক্রিকেট সংস্থা। বিল বাকি ৩ কোটি টাকারও বেশি। পরিশোধ না করায় ৫ বছর আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বিসিসিআইকে কোনও লজ্জাজনক ঘটনার সম্মুখীন হতে হয় কিনা সেটাই দেখার।
advertisement
তবে ম্যাচের জন্য ছত্তিসগড় ক্রিকেট সংস্থার তরফ থেকে অস্থায়ীভাবে বিদ্যুতের সংযোগ দেওয়ার আবেদন করা হয়েছে। তাতে বিদ্যুৎ পর্ষদের তরফ থেকে যে পরিমাণ বিদ্যুৎ দেওয়া হয়েছে তাতা ফ্লাড লাইট জ্বালানো সম্ভব নয়। জোর বেশি স্টেডিয়াম ও বক্সে আলো জ্বলবে। আর ফ্লাড লাইট জ্বালানোর জন্য জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে বলে খবর। এছাড়া পুরো মাঠের লাইট জ্বালানোর জন্য বিদ্যুৎ পর্ষদের কাছে আবেদন জানিয়েছে ছত্তিসগড় ক্রিকেট সংস্থা। সেই আবেদনে সাড়া মেলে কিনা সেটাই দেখার।
আরও পড়ুনঃ বিশ্বকাপে খারাপ খেলায় বাদ সূর্যকুমার যাদব! দলে ফিরলেন ‘অবহেলিত’ ২ ক্রিকেটার
প্রসঙ্গত, রায়পুর স্টেডিয়ামে এখনও পর্যন্ত একটিই আন্তর্জাতিক ম্যাচ করা হয়েছে। মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। সেই ম্যাচে কোনও রকম সমস্যার মুখে পড়তে হয়নি। শুক্রবারও সব কিছু ভালোয়-ভালোয় মিটে যাক। তেমনটাই চাইছে বিসিসিআই ও ছত্তিসগড় ক্রিকেট সংস্থা।