প্রাক্তন ক্রিকেটার এবং নির্বাচন দেবাং গান্ধির নজরে পড়ে যান। রবি কুমারকে তুলে আনার পেছনে দেবাং গান্ধির অবদান অনস্বীকার্য। সিএবি-র আয়োজিত টি টোয়েন্টি লিগে কাঞ্চনজঙ্ঘা ওয়ারিয়র্স দলের হয়ে ভাল পারফর্ম করার পুরস্কার পান অবশেষে। সিআরপিএফ জওয়ানের ছেলে রবি এরপর আর পিছন ফিরে তাকাননি।
advertisement
সহকারি বোলিং কোচ জয়ন্ত ঘোষ দস্তিদার পরিশ্রম করেন এই বাঁহাতি পেসারকে নিয়ে। এমনকী, ভিনু মাঁকর টুর্নামেন্টে রবির বোলিং পার্টনার দেবপ্রতিম হালদারকে অনেকে বেশি প্রতিভাবান মনে করেছিলেন। কিন্তু দেবাং কথা বলে ভারতের অনূর্ধ্ব ১৯ চ্যালেঞ্জার্স দলে জায়গা করিয়ে দেন রবিকে। এখন বোঝা যাচ্ছে সিদ্ধান্ত সঠিক ছিল।
ভারতে বাঁহাতি পেসারের আকাশে নতুন রবি। ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শনিবার বাংলাদেশকে শুরুতে ধাক্কাটা দিয়েছিলেন তিনিই। আর সেই ধাক্কা গোটা ম্যাচে সামলে উঠতে পারেনি গত বারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। কী পরিকল্পনা ছিল রবি কুমারের মাথায়? ম্যাচের সেরা রবি। সেই পুরস্কার নিয়ে ১৮ বছরের এই বাঁহাতি পেসার বলেন, সহজ পরিকল্পনা ছিল আমার। সঠিক লাইনে বল করা এবং বিপক্ষকে চাপে রাখা, এটাই ছিল আমার পরিকল্পনা।
শেষ কয়েক দিন অনুশীলনও ভাল হয়েছিল। এক সঙ্গে বেশ কিছু দিন ধরে আমরা অনুশীলন করছি। এখনও পর্যন্ত দারুণ অভিজ্ঞতা হয়েছে। আশা করি পরের পর্বটাও ভাল হবে। শনিবার ৭ ওভার বল করে ১৪ রান দিয়ে তিন উইকেট নেন রবি। বাংলাদেশের দুই ওপেনার এবং তিন নম্বর ব্যাটারকে ফিরিয়ে দেন তিনি। ১৪ রানের মধ্যে তিন উইকেট পড়ে যায় বাংলাদেশের।
১১১ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। পাঁচ উইকেট হারিয়ে অনায়াসে সেই রান তুলে নেয় ভারতের অনূর্ধ্ব ১৯ দল। আগামী বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ইয়াশ ধুলের ভারত। রাজ্যবর্ধন হাঙ্গেরকর এবং রবি কুমার নতুন বলে অস্ট্রেলিয়ানদের কতটা মুশকিল তৈরি করতে পারেন, তার ওপর অনেকটাই নির্ভর করবে অনূর্ধ্ব উনিশে ভারতের ফাইনালে পৌঁছানোর রাস্তা।
রবি কুমার অবশ্য প্রস্তুত ফের একবার বল হাতে নিজের সেরাটা দিতে। গতির থেকেও নতুন বলে সুইং এবং মুভমেন্ট রবির আসল অস্ত্র। অস্ট্রেলিয়ানদের বিরুদ্ধে সেটাই করতে চান।