রান রেট কিছুটা কম অজিদের। ২৮ ওভারে ১৩১। তিন উইকেট হারিয়ে। তবে ক্রিকেটবিশ্ব জানে, অস্ট্রেলিয়া দলটা ফাইনালে নামলে একেবারে অন্যরকম। তখন তাঁদের অদম্য মানসিকতা বড় বড় দলের ঘাম ছুটিয়ে দেয়। যে কোনও বড় টুর্নামেন্টের ফাইনাল খেললেই অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যেন আলাদা শক্তি অর্জন করে ফেলেন!
আরও পড়ুন- ভালবাসার সপ্তাহে সৌরভ-ডোনার ঘরে নতুন ‘সদস্য’! ‘পরী’র অপেক্ষায় গাঙ্গুলি পরিবার
advertisement
এখনও পর্যন্ত পাঁচবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। আজ ষষ্ঠবার বিশ্বসেরা হওয়ার সুযোগ ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের সামনে। অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ছোটদের বিশ্বকাপ জিতেছে তিনবার। অর্থাৎ আজ তাদের সামনে চতুর্থবার বিশ্বজয়ের সুযোগ।
শুরুতে শক্ত ভিতে থাকলেও এখন কিছুটা নড়বড়ে অস্ট্রেলিয়ার ইনিংস। সিঙ্গলসে খেলছে অজিরা। মিডল ওভারে একেবারে ধরে খেলা যাকে বলে! ১০ ওভার শেষে ৪৫ রানে এক উইকেট ছিল অস্ট্রেলিয়ার। তার পর আরও দুটি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া এখন কিছুটা চাপেই আছে।
আরও পড়ুন- বাবা, দাদার মৃত্যু! সৌরভের বড় অবদান ‘এই ছেলে’র জীবনে, আজ তিনি ভারতীয় দলে
ভারতের নমন তিওয়ারি ২ টি ও রাজ লিম্বানি একটি উইকেট পেয়েছেন। রায়ান হিকস ও হরজস সিং অস্ট্রেলিয়ার হয়ে জুটি গড়ার চেষ্টা করছেন।