ইংল্যান্ডের কঠিন সফরের জন্য নতুন টেস্ট অধিনায়ক নিয়োগ সম্পর্কেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। একাধিক দাবিদার আছেন যারা অবসরপ্রাপ্ত রোহিত শর্মার জায়গা নিতে পারেন। বর্তমান টেস্ট সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহ অন্যতম প্রধান প্রার্থী। এরপর শুভমান গিল ও ঋষভ পন্তের নাম উঠে আসে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের মতে, নির্বাচকদের সুনির্দিষ্ট নামগুলোর বাইরে গিয়েও ভাবা উচিত। সঞ্জয় বাঙ্গার কেএল রাহুলের পক্ষে যুক্তি দিয়েছেন। রাহুল অস্ট্রেলিয়া সফরে কয়েকটি ভাল ইনিংস খেলেছিলেন। ঠান্ডা মাথায় ব্যাটিং করার পাশাপাশি অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ KKR News: কেকেআর থেকে বাদ ৫ মহাতারকা! এবার আইপিএল থেকে শিক্ষা! ২০২৬-এ বড় বদল নাইটদের!
ইংল্যান্ড সফরে টেস্ট অধিনায়ক হিসেবে বেশিরভাগের মত হলো যে আগামী ভারতীয় অধিনায়ক হিসেবে জশপ্রীত বুমরাহ অথবা শুভমান গিলের মধ্যে কাউকে বেছে নেওয়া উচিত। কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আরেকটি নাম বিবেচনা করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “সবচেয়ে আগে, সবাই বলছে গিল অধিনায়ক হবেন। কিন্তু জশপ্রীত বুমরাহ একটি শক্তিশালী বিকল্প এবং আমরা কেন রবীন্দ্র জাদেজাকে ভুলে যাচ্ছি? যদি আপনি কাউকে নতুন অধিনায়ক করার জন্য প্রস্তুত থাকেন, তাহলে আমি বলব, কেন না তাকে (গিলকে) দু’বছরের জন্য একজন অভিজ্ঞ খেলোয়াড়ের অধীনে প্রশিক্ষণ দেওয়া হোক।”