TRENDING:

India vs Bangladesh: ২২ বছর পর ফুটবলে বাংলাদেশের কাছে ‘লজ্জার’ হার ভারতের, উচ্ছ্বসিত লিটন দাস কী পোস্ট করলেন, দেখুন

Last Updated:

India vs Bangladesh AFC Asian Cup 2027 Qualifier: এশিয়ান কাপে খেলার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল খালিদ জামিলের দলের। মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের এই ম্যাচ ছিল সম্মান বাঁচানোর।

advertisement
কলকাতা: ভারতীয় ফুটবলের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা যেন আরও ঘন হচ্ছে। আইএসএল টুর্নামেন্টের টিকে থাকা নিয়ে প্রশ্নের মাঝেই এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের কাছে হার ভারতের লজ্জা বাড়িয়ে দিল। দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ ভারতকে হারাল ১-০ গোলে। এর আগে ২০০৩ সালে শেষবার ভারতকে পরাজিত করেছিল তারা। মুখরক্ষার ম্যাচেও হার ভারতের। এশিয়ান কাপে খেলার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল খালিদ জামিলের দলের। মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের এই ম্যাচ ছিল সম্মান বাঁচানোর। তাতেও ১-০ গোলে হেরে গেল ভারত। ২২ বছর পর ভারতের বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও ঘন হচ্ছে। উচ্ছ্বসিত বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসও এক্স হ্যান্ডলে পোস্ট করেন এদিন ৷ ভারতকে এত বছর পর ফুটবলে হারানোর পর উচ্ছ্বসিত গোটা বাংলাদেশ ৷
২২ বছর পর ফুটবলে বাংলাদেশের কাছে ‘লজ্জার’ হার ভারতের (Photo: X)
২২ বছর পর ফুটবলে বাংলাদেশের কাছে ‘লজ্জার’ হার ভারতের (Photo: X)
advertisement

আরও পড়ুন– সাগরে আবার নিম্নচাপ ! ঠান্ডা কিছুটা কমবে বঙ্গে, আপাতত ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই

দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ ভারতকে হারাল ১-০ গোলে। এর আগে ২০০৩ সালে শেষবার ভারতকে ফুটবলে হারিয়েছিল তারা। ম্যাচে ভারতীয় দলের ছন্নছাড়া ফুটবল, স্ট্রাইকারদের ব্যর্থতা এবং সংগঠনের অভাব স্পষ্ট হয়ে ওঠে। 

advertisement

আরও পড়ুন- ৫০০ কোটির জাঁকজমক আর মুগ্ধ করে না ! একের পর এক ছবি ছাড়া নিয়ে মুখ খুললেন দীপিকা পাড়ুকোন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কার্তিক লড়াইয়ে মেতে উঠল বেলডাঙা, শহরজুড়ে উৎসবের আমেজ! রাস্তাঘাটে রেকর্ড ভিড়
আরও দেখুন

এ দিনের হারের ফলে গ্রুপে সকলের নীচেই থাকল ভারতীয় দল। কোচ খালিদ জামিলের তরুণ দলকে এই ভুলের মাশুল দিতে হয় শেখ মোর্সালিনের একমাত্র গোলের মাধ্যমে। ম্যাচের শুরুতে ভারত কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও, মাত্র ১১ মিনিটেই খেলার গতির বিরুদ্ধে গোল পেয়ে যায় বাংলাদেশ।

বাংলা খবর/ খবর/খেলা/
India vs Bangladesh: ২২ বছর পর ফুটবলে বাংলাদেশের কাছে ‘লজ্জার’ হার ভারতের, উচ্ছ্বসিত লিটন দাস কী পোস্ট করলেন, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল