তিনি জানান, যখন বিদেশি ক্রিকেটাররা পাকিস্তান ছেড়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন সবাই আতঙ্কে ছিলেন। অবশেষে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে নিজ নিজ দেশে ফেরার ফ্লাইট ধরেন তারা। উল্লেখ্য, ভারতের ক্রিকেট বোর্ড IPL ২০২৫ এক সপ্তাহের জন্য স্থগিত করার কয়েক ঘণ্টা পরই PSL ২০২৫ বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন: পঞ্জাব কিংস-দিল্লির বাতিল হওয়া ম্যাচ কি আবার হবে? জানা গেল ‘আসল খবর’
advertisement
রিশাদ বলেন, “স্যাম বিলিংস, ড্যারেল মিচেল, কুশল পেরেরা, ডেভিড ওয়েইসে, টম কুরান… সবাই এতটাই ভয় পেয়ে গিয়েছিল… দুবাইয়ে পৌঁছে মিচেল আমাকে বলল, সে আর কখনও পাকিস্তানে যাবে না, বিশেষ করে এরকম পরিস্থিতিতে। সবাই পুরোপুরি আতঙ্কিত ছিল।”
বিদেশি খেলোয়াড়দের আতঙ্কের বর্ণনা দিতে গিয়ে রিশাদ বলেন, ইংল্যান্ডের ক্রিকেটার টম কুরান এমনকি কাঁদতে শুরু করেন এবং তাকে শান্ত করতে দু-তিনজনের সাহায্য দরকার হয়।
আরও পড়ুন: যে দেশে কোনও দিন হয়নি, সেই দেশেই হবে বাকি আইপিএল ২০২৫? বড় অফার পেল বিসিসিআই!
রিশাদ জানান, “টম কুরান এয়ারপোর্টে গিয়েছিল, কিন্তু শুনতে পেল বিমানবন্দর বন্ধ। তখন সে ছোট শিশুর মতো কাঁদতে শুরু করল। ওকে সামলাতে দু-তিনজন লেগে গেল।”
বাংলাদেশের আরেকজন খেলোয়াড় নাহিদ রানা, যিনি পেশোয়ার জালমির হয়ে PSL ২০২৫-এ অংশ নিয়েছিলেন, তাকেও সান্ত্বনা দেন রিশাদ।
তিনি বলেন, “নাহিদ রানা খুব চুপচাপ ছিল, হয়তো টেনশনের কারণে। আমি তাকে বারবার বলছিলাম চিন্তা করো না, ইনশাআল্লাহ কিছু হবে না। আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে দুবাই পৌঁচেছি।”
খেলোয়াড়দের পরিবার যে আতঙ্কিত ছিল, সেটা স্বাভাবিক বলেই মনে করেন রিশাদ। তিনি আরও বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা এক বড় বিপদ কাটিয়ে দুবাই পৌঁছেছি এবং এখন আমি অনেকটা স্বস্তি বোধ করছি।”
“আমরা যখন দুবাইয়ে নামলাম, তখন শুনি আমাদের ছাড়ার ২০ মিনিট পর পাকিস্তানের ওই বিমানবন্দরে মিসাইল হামলা হয়েছে। এটা ছিল খুবই ভয়ানক ও বেদনাদায়ক খবর।”
“আমি যখনই বাইরে খেলতে যাই, পরিবার চিন্তায় থাকে – পরিস্থিতি ভালো না খারাপ। এবার যখন পাকিস্তানে বোমা বিস্ফোরণ আর মিসাইল হামলার খবর শুনল, স্বাভাবিকভাবেই তারা উদ্বিগ্ন হয়ে পড়ে। আমি ওদের সান্ত্বনা দিয়েছি, বলেছি চিন্তা করো না। তারপর ওরাও স্বাভাবিক হয়ে যায়,” যোগ করেন রিশাদ।