এখন পাঁচ ম্যাচের সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও প্রধান কোচ গৌতম গম্ভীরের চিন্তা একাধিক বিষয়ে বেড়ে গিয়েছে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফর্ডে ২৩ জুলাই থেকে শুরু হতে চলা চতুর্থ টেস্টের আগে গম্ভীরকে তিনটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে। গিল ও গম্ভীরকে এখন প্রতিটি সিদ্ধান্ত খুব বুঝে শুনে নিতে হবে, কারণ পরবর্তী ম্যাচে হার মানেই সিরিজ হাতছাড়া।
advertisement
১. বুমরাহ কি বিশ্রাম নেবেন? তাহলে কাকে খেলানো হবে?
বিশ্বের নম্বর এক টেস্ট বোলার জসপ্রীত বুমরাহকে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা প্রবল। আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তিনি ইংল্যান্ডে তিনটি টেস্টেই খেলবেন। যেহেতু তিনি ইতিমধ্যে দুটি ম্যাচ খেলেছেন, তাই সম্ভবত ম্যানচেস্টারে বিশ্রাম পেতে পারেন এবং ওভাল টেস্টের জন্য তাকে ফিট রাখা হবে। তাঁর জায়গায় বাঁহাতি পেসার অর্শদীপ সিং টেস্টে অভিষেক করতে পারেন।
২. ঋষভ পন্থের চোট বড় চিন্তা, ধ্রুব জুরেল সুযোগ পাবে?
লর্ডস টেস্টের প্রথম দিনেই ঋষভ পন্থের আঙুলে চোট লাগে, যার ফলে পুরো ম্যাচেই তাকে কিপিং করতে দেখা যায়নি। তিনি শুধুমাত্র প্রথম ইনিংসে ৩৪ ওভার পর্যন্ত কিপিং করেছিলেন। এখনও তার ফিটনেস নিয়ে কোনও অফিসিয়াল বিবৃতি আসেনি। তবে যদি তিনি চতুর্থ টেস্ট থেকে ছিটকে যান, তাহলে ধ্রুব জুরেল উইকেটকিপিংয়ের দায়িত্ব নিতে পারেন।
৩. গম্ভীর আর কতদিন করুন নায়ারকে খেলাবেন?
তৃতীয় টেস্টে করুন নায়ারের বাজে পারফরম্যান্সের পর তার জায়গা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই সিরিজে তিনি এখনো পর্যন্ত রান করতে ব্যর্থ হয়েছেন। এর ফলে সাই সুদর্শন, যিনি প্রথম টেস্টে খেলেছিলেন এবং পরে বাদ পড়েছিলেন, তাকে আবার সুযোগ দেওয়া হতে পারে। সুদর্শনের ধৈর্য্য ও টেকনিক বিদেশের পিচে কার্যকরী হতে পারে।
আরও পড়ুনঃ IND vs ENG: ভারতীয় দল থেকে বাদ ৩ তারকা! ম্যাঞ্চেস্টারে ডু অর ডাই ম্যাচ, কারা পাচ্ছে সুযোগ?
ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), নিতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।