আফগানিস্তানকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা হারিয়ে দেওয়ার পর পরিস্থিতি বদলেছে। বাংলাদেশ আবার আফগানিস্তানকে হারাতে পেরেছিল। আফগানদের মনে করা হচ্ছিল ফাইনালে খেলার মতো দল, তাদের গ্রুপ পর্বেই থামিয়ে এগিয়েছে বাংলাদেশ।
এর আগে ২০১৮ সালে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপে দুবাইতে ফাইনাল খেলেছিল বাংলাদেশ, আর এবারও ফাইনালের তারিখটা ২৮। সেবারও সুপার ফোরে শেষ ম্যাচটা ছিল পাকিস্তানের বিপক্ষে, এবারও তাই।
advertisement
এশিয়া কাপের সুপার ফোরে প্রথম দু’টি ম্যাচ হয়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়েছে শ্রীলঙ্কাকে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। তবে এখনও পাকিস্তানের এশিয়া কাপের ফাইনালে ওঠার সুযোগ রয়েছে। ভারত ফাইনাল খেলবে, সেই সম্ভাবনা সবচেয়ে বেশি। ফলে আবার ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে।
সুপার ফোরের চারটি দল প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে খেলবে। এর পর পয়েন্টের বিচারে প্রথম ও দ্বিতীয় স্থানে শেষ করা দল ফাইনাল খেলবে। এবার চারটি দলের পরিস্থিতি দেখে নেওয়া যাক-
ভারত- সুপার ফোরে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয়। ৬ উইকেটে জেতে টিম ইন্ডিয়া। আপাতত পয়েন্ট তালিকায় সকলের উপরে রয়েছে ভারত। নেট রানরেট সবার থেকে বেশি।
পাকিস্তান- সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে হার। পয়েন্ট তালিকায় সবার নীচে। নেট রানরেট কম। ফাইনালে উঠতে হলে পরের দু’টি ম্যাচ জিততে হবে। তা হলে পয়েন্ট হবে ৪। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে ভারত-বাংলাদেশ ম্যাচ। ভারত জিতলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হবে সেমিফাইনালে। যারা জিতবে তারাই ফাইনালে উঠবে।
বাংলাদেশ- সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়। তবে ভারতের থেকে নেট রানরেট কম। ফলে বাংলাদেশের উপরে তারা। বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। তার আগে খেলতে হবে শক্তিশালী টিম ইন্ডিয়ার বিরুদ্ধে।
শ্রীলঙ্কা- সুপার ফোরে বাংলাদেশের কাছে হার। পরের ম্যাচ মঙ্গলবার। পাকিস্তানের বিরুদ্ধে। ফাইনালের রাস্তা তাদের জন্য বেশ কঠিন।
আরও পড়ুন- ব্যাটে জবাবের পর সোশ্যাল মিডিয়াতেও পাকিস্তানকে কটাক্ষ অভিষেক-গিলের!মুহূর্তে ভাইরাল পোস্ট
এখন যা পরিস্থিতি তাতে পাকিস্তানের ফাইনালে ওঠা কিছুটা নির্ভর করছে ভারতের উপর। ভারত এবার বাংলাদেশকে হারালে সুবিধা হবে পাকিস্তানের। পাকিস্তান তাদের পরের দু’টি ম্যাচ জিতলে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দু’দলই পাকিস্তানের পরে থাকবে। কিন্তু বাংলাদেশ আবার ভারতকে হারালে ভারত, পাকিস্তান, বাংলাদেশ তিন দলেরই পয়েন্ট হবে ৪। তখন নেট রানরেটের ভিত্তিতে ঠিক হবে কোন দুই দল ফাইনাল খেলবে!
