চরম ব্যস্ততার ফাঁকেই তাকে টানে গঙ্গা! ছোট থেকেই জলের প্রতি আলাদা টান ছিলো মুকেশের। ৭-৮ বৎসর বয়স থেকেই গঙ্গায় স্নান করা শুরু। ধীরে ধীরে দীর্ঘক্ষন সময় কাটানো জলের মধ্যেই। কখনো দীর্ঘক্ষন ডুব বা দীর্ঘ সময় সাঁতার।
আরও পড়ুন - Ind vs SA: থাকছে না বায়ো বাবলের কড়াকড়ি, দিল্লিতে বয়স্কদের বিশেষ সুবিধা, হাউসফুলের পথে ম্যাচ
advertisement
ডুবে থাকার অভ্যাস ছোটবেলা থেকেই। সেই অভ্যাসের বসেই 'গোল্ডেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ড'। টানা ছয় ঘন্টা জলের তলায় অক্সিজেন সিলিন্ডার ছাড়াই, শুধুমাত্র একটি সরু নল মুখে নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া। মুকেশ জানায়, ২০২১ সালে অর্থাৎ গত বছর রেকর্ড গড়ার জন্য নমিনেশন পেলেও অর্থের অভাবে তা করে উঠতে পারেনি। টাকা জমাতে একটা বছর সময় লেগে যায়।
গত এক মাস আগে সে রেকর্ড গড়ার জন্য আবেদন করে পুনরায় সুযোগ পায়। নির্দিষ্ট দিনে সংস্থার আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত থেকে মুকেশ গুপ্তাকে পুরস্কৃত করেন। মুকেশ জানায় এর আগে তাঁর একাধিক পুরস্কার রয়েছে,তার মধ্যে গতবছর 'ইন্ডিয়া বুক অব রেকর্ড'। সেবার গঙ্গার জলে ১১৫০০ ডুব দিয়ে, ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম তোলা। মুকেশের মা সুনিতা দেবী জানান, অভাবী সংসার তবুও ছেলের ইচ্ছা পূরণ করতে তারা সর্বদা ছেলের পাশে।
Rakesh Maity