এদিন ম্যাচের শুরু আক্রমণাত্মক হকি খেলে ভারতীয় দল। গোলের মুখ খোলার চেষ্টা করতে থাকে। যার ফলও মেলে হাতেনাতে। ম্যাচ শুরুর ৬ মিনিটের মধ্যেই প্রথম গোল পেয়ে যায় ভারত। শামসের সিংয়ের থেকে পাস নিয়ে কোরিয়ার ডিফেন্স লাইনকে বোকা বানিয়ে বল বাড়িয়ে অরক্ষিত থাা নীলকান্ত শর্মাকে। সহজ সুযোগ কাজে লাগাতে কোনও ভুল করেননি তিনি। গোল করে দলকে লিড এনে দেন তিনি। যদিও সেই লিড ভারচ বেশি সময় ধরে রাখচে পারেনি। ৬ মিনিটের মধ্যেই কিম সুংহিউনের গোলে ম্যাচে সমতা ফেরায় কোরিয়া।
advertisement
এরপর পাল্টা আক্রমণ করে ভারতীয় দল। লিড পেতে মরিয়া হয়ে ওঠে মনপ্রীত সিংরা। ম্যাচের ২৩ মিনিটে ফের এগিয়ে যায় ভারত। এবার পেনাল্টি কর্ণার থেকে গোল করে দলকে এগিয়ে দেন মনপ্রীত সিং। তৃতীয় গোলের জন্যও বেশি অপেক্ষা করতে হয়নি ভারতকে। মনদীপ সিংয়ের গোলে ব্যবধান ৩-১ করে ভারত। ম্যাচের শেষ মুহূর্তে কোরিয়া একটি গোল শোধ করলেও জয় পেতে কোনও সমস্যা হয়নি ভারতের। ৩-২ গোলে জয় পায় ভারত।
আরও পড়ুনঃ Viral Video: পিঠে অক্সিজেন সিলিন্ডার, ৮৩ বছর বয়সেও খেলছেন ক্লাব ক্রিকেট, নেট দুনিয়ায় ঝড় তুলল ভিডিও
এই জয়ের ফলে ৪ ম্যাচে ৩ জয় ও এক ড্র নিয়ে ভারতীয় দলের পয়েন্ট দাঁড়াল ১০। বর্তমানে লিগ টেবিলে শীর্ষে রয়েছে ভারতীয় দল। সেমি ফাইনালের টিকিটও পাকা হয়ে গিয়েছে। আগামি বুধবার ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। সেমির টিকিট পাকা হলেও চিরপ্রতিদ্বন্দ্বি দলে বিরুদ্ধে জয় ছাড়া কিছু ভাবতে নারাজ ভারতীয় হকি দল।