এদিন তিনি যেমন শতরান করেন তেমনিই ব্যাট হাতে সফল ধ্রুব জুরেলও তিনিও এদিন হাফ সেঞ্চুরি করেন৷ তাঁর ইনিংসে রয়েছে ৭ টি চার৷ তবে অবশ্য এদিন নর্দাম্পটনে বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকে বেশ কিছুক্ষণ , বৃষ্টির দাপটে প্লেয়ারদের ড্রেসিং রুমে ফিরে যেতে হয়৷
advertisement
যখন শুক্রবার থেকে শুরু হওয়া তাদের দ্বিতীয় এবং শেষ অনানুষ্ঠানিক টেস্টে ইন্ডিয়া এ-এর মুখোমুখি ইংল্যান্ড লায়ন্স, তখন ছোট খেলোয়াড়রা প্রভাবশালী পারফরম্যান্সের সন্ধান করছেন। ভারতের বেশিরভাগ অংশ বর্ষাকালে বিপর্যস্ত থাকায়, রাহুল ২০ জুন থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের সিরিজের জন্য প্রশিক্ষণের জন্য মূল টেস্ট দলের আগে যুক্তরাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নেন। শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল শুক্রবার গভীর রাতে মুম্বই থেকে রওনা হবে।
ইংল্যান্ডে দুটি সেঞ্চুরি সহ উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী রাহুল, রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পর টেস্ট দলের সবচেয়ে সিনিয়র ব্যাটসম্যান। যদিও ৫৮ টেস্টে তার গড় ৩৩.৫৭, এই ফর্ম্যাটে তার বেশিরভাগ সাফল্য এসেছে একজন ওপেনার হিসেবে। এদিনও তাঁকে যশস্বী যাদবের সঙ্গে ওপেন করতেই নামায় টিম ম্যানেজমেন্ট৷