TRENDING:

Rain In India A's Match: নর্দাম্পটনে প্রবল বৃষ্টি, রাহুল -জুরেল ব্যাট হাতে দেখাল জ্বলওয়া, লাল বলে ভাল অনুশীলন

Last Updated:

India A vs Three Lions Match: ভারতীয় এ বনাম ইংল্যান্ড লায়ন্সের আনঅফিসিয়াল ম্যাচে শতরান করলেন রাহুল৷ তিনি ১৬৮ বলে ১১৬ রান করেন৷

advertisement
নর্দাম্পটন: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে কেএল রাহুল তাঁর প্রথম লাল বলের খেলা সর্বাধিক কাজে লাগানোর লক্ষ্য রেখেছিলেন এবং সেটা একেবারে কাজে লাগালেন তিনি৷ ভারত বনাম ইংল্যান্ড সিরিজের ঠিক আগে অনুশীলন হিসেবে ভারতীয় এ বনাম ইংল্যান্ড লায়ন্সের আনঅফিসিয়াল ম্যাচে শতরান করলেন রাহুল৷ তিনি ১৬৮ বলে ১১৬ রান করেন৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ১৫ টি চার ও ১ টি ছক্কা দিয়ে৷
আনঅফিসিয়াল ম্যাচে কেএল রাহুলের শতরান
আনঅফিসিয়াল ম্যাচে কেএল রাহুলের শতরান
advertisement

এদিন তিনি যেমন শতরান করেন তেমনিই ব্যাট হাতে সফল ধ্রুব জুরেলও তিনিও এদিন হাফ সেঞ্চুরি করেন৷ তাঁর ইনিংসে রয়েছে ৭ টি চার৷ তবে অবশ্য এদিন নর্দাম্পটনে বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকে বেশ কিছুক্ষণ , বৃষ্টির দাপটে প্লেয়ারদের ড্রেসিং রুমে ফিরে যেতে হয়৷

আরও পড়ুন – Rain and Thunderstorm Alert: তোলপাড় বাংলার জেলার পর জেলা, তুমুল বৃষ্টি, হু হু হাওয়া, সঙ্গে কান ফাটানো বাজের আওয়াজ

advertisement

যখন শুক্রবার থেকে শুরু হওয়া তাদের দ্বিতীয় এবং শেষ অনানুষ্ঠানিক টেস্টে ইন্ডিয়া এ-এর মুখোমুখি ইংল্যান্ড লায়ন্স, তখন ছোট খেলোয়াড়রা প্রভাবশালী পারফরম্যান্সের সন্ধান করছেন। ভারতের বেশিরভাগ অংশ বর্ষাকালে বিপর্যস্ত থাকায়, রাহুল ২০ জুন থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের সিরিজের জন্য প্রশিক্ষণের জন্য মূল টেস্ট দলের আগে যুক্তরাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নেন। শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল শুক্রবার গভীর রাতে মুম্বই থেকে রওনা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

ইংল্যান্ডে দুটি সেঞ্চুরি সহ উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী রাহুল, রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পর টেস্ট দলের সবচেয়ে সিনিয়র ব্যাটসম্যান। যদিও ৫৮ টেস্টে তার গড় ৩৩.৫৭, এই ফর্ম্যাটে তার বেশিরভাগ সাফল্য এসেছে একজন ওপেনার হিসেবে। এদিনও তাঁকে যশস্বী যাদবের সঙ্গে ওপেন করতেই নামায় টিম ম্যানেজমেন্ট৷

বাংলা খবর/ খবর/খেলা/
Rain In India A's Match: নর্দাম্পটনে প্রবল বৃষ্টি, রাহুল -জুরেল ব্যাট হাতে দেখাল জ্বলওয়া, লাল বলে ভাল অনুশীলন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল