TRENDING:

Ind vs WI: আজ সূর্যকুমারের সামনে জবরদস্ত সুযোগ, বাবর আজমকে এক নম্বর থেকে হঠাতে বদ্ধপরিকর

Last Updated:

এ বছরেই অক্টোবর -নভেম্বরে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ৷ তাই এই ফর্ম যদি সূর্যকুমার বজায় রাখেন তাহলে ভারতীয় দলের জন্য তা খুবই আশার হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাউডারহিল: সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)  আজ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টিতে বেশ বড় ইনিংস খেলতে সাফল্য পেয়েছেন৷ তিনি এখন টি টোয়েন্টিতে ক্রমতালিকায় ২ নম্বরে রয়েছেন৷ অন্যদিকে এক নম্বরে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)৷ সূর্যকুমার যাদব যদি ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (IND vs WI) টি টোয়েন্টি ম্যাচে যদি ৫০ রান করেন তাহলে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে এক নম্বর হয়ে যাবেন তিনি৷ ৩১ বছরের ভারতের এই ক্রিকেটার এখনও অবধি মাত্র ২২ টি ম্যাচ খেলেছেন৷ এ বছরেই অক্টোবর -নভেম্বরে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ৷ তাই এই ফর্ম যদি সূর্যকুমার বজায় রাখেন তাহলে ভারতীয় দলের জন্য তা খুবই আশার হবে৷
Suryakumar Yadav and Babar Azam Competetion for runs and strike rate
Suryakumar Yadav and Babar Azam Competetion for runs and strike rate
advertisement

এবারের ভারত বনাম ওয়েস্টইন্জিজ টি টোয়েন্টি সফরে তাঁকে নিয়ে দলের হয়ে একটি বড় পরীক্ষা করা হয়৷ তাঁকে ওপেনার হিসেবে খেলানো বেশ সফল হয়েছে, সাধারণত তিনি মিডল অর্ডারে ব্যাট করতে নামেন৷

সূর্যকুমার যাদব গত বছরে মার্চ মাসে টি টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক হয়েছে৷ জানুয়ারি ২০২১ এ টি টোয়েন্টিতে তাঁর পারফরম্যান্স দমদার৷ ২২ ম্যাচ ২০ ইনিংস ৩৮ গড়ে ৬৪৮ রান করেন৷ একটি শতক এবং ৫ টি অর্ধশতরান করেছেন৷ এর মধ্যে স্ট্রাইকরেট ১৭৬ হয়েছে৷ যেটা শানদার পারফরম্যান্স৷

advertisement

আরও পড়ুন - Weather Alert: নিম্নচাপ ঘণীভূত, প্রবল উত্তাল হবে সমুদ্র, মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে নির্দেশ

৩০ ইনিংস -এ ৫০ র বেশি রানের ইনিংস

সূর্যকুমার যাদবের  টি টোয়েন্টি রেকর্ড দেখলে তিনি ২১৬ ম্যাচ ১৯৪ ইনিংসে ৩২ গড়ে ৪৮৭২ রান করেছেন৷ একটি শতরান ও ২৯ টি অর্ধশতরান করেছেন৷ স্ট্রাইক রেট ১৪৫৷ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেও তিনি দারুণ পারফর্ম করেছেন৷ এই কারণেই ভারতীয় দলে তিনি জায়গা পান৷ ফার্স্টক্লাস ক্রিকেট ৫ হাজারের বেশি এবং লিস্ট এ -তে ৩ হাজারের বেশি রান করেন৷

advertisement

আরও পড়ুন - Vice President Election 2022: জগদীপ ধনখড়কে ভালই চেনা, কিন্তু জানেন কি তাঁর জীবনের ইতিহাস

বাবর আজম স্ট্রাইক রেটের মামলায় বেশ পিছনে

এদিকে টি টোয়েন্টি ক্রিকেটে তুফান তোলা ব্যাটসম্যান ২ বছরের টি টোয়েন্টি আন্তর্জাতিকে ৩০ ম্যাচের ২৭ ইনিংসে ৩৯ গড় ১০০৫ রান করেছেন৷ তাঁর রয়েছে একটি শতরান এবং ১০ টি অর্ধশতরান রয়েছেন৷ তাঁর সবচেয়ে বড় ইনিংস ১২৯৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

দুই ক্রিকেটারের গড়ের দিকে তাকালে  দেখা যাবে প্রায় বরাবার৷ স্ট্রাইকরেটের মামলায় সূর্যকুমার অনেকটাই এগিয়ে৷  বাবর ৭৪ টি টোয়েন্টি আন্তর্জাতিক ৬৯ ইনিংসে ৪৬ গড়ে ২৬৬৮৬ রান করেছেন৷ একটি শতরান এবং ২৬ টি অর্ধশতরান হয়েছে৷

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs WI: আজ সূর্যকুমারের সামনে জবরদস্ত সুযোগ, বাবর আজমকে এক নম্বর থেকে হঠাতে বদ্ধপরিকর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল