এবারের ভারত বনাম ওয়েস্টইন্জিজ টি টোয়েন্টি সফরে তাঁকে নিয়ে দলের হয়ে একটি বড় পরীক্ষা করা হয়৷ তাঁকে ওপেনার হিসেবে খেলানো বেশ সফল হয়েছে, সাধারণত তিনি মিডল অর্ডারে ব্যাট করতে নামেন৷
সূর্যকুমার যাদব গত বছরে মার্চ মাসে টি টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক হয়েছে৷ জানুয়ারি ২০২১ এ টি টোয়েন্টিতে তাঁর পারফরম্যান্স দমদার৷ ২২ ম্যাচ ২০ ইনিংস ৩৮ গড়ে ৬৪৮ রান করেন৷ একটি শতক এবং ৫ টি অর্ধশতরান করেছেন৷ এর মধ্যে স্ট্রাইকরেট ১৭৬ হয়েছে৷ যেটা শানদার পারফরম্যান্স৷
advertisement
আরও পড়ুন - Weather Alert: নিম্নচাপ ঘণীভূত, প্রবল উত্তাল হবে সমুদ্র, মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে নির্দেশ
৩০ ইনিংস -এ ৫০ র বেশি রানের ইনিংস
সূর্যকুমার যাদবের টি টোয়েন্টি রেকর্ড দেখলে তিনি ২১৬ ম্যাচ ১৯৪ ইনিংসে ৩২ গড়ে ৪৮৭২ রান করেছেন৷ একটি শতরান ও ২৯ টি অর্ধশতরান করেছেন৷ স্ট্রাইক রেট ১৪৫৷ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেও তিনি দারুণ পারফর্ম করেছেন৷ এই কারণেই ভারতীয় দলে তিনি জায়গা পান৷ ফার্স্টক্লাস ক্রিকেট ৫ হাজারের বেশি এবং লিস্ট এ -তে ৩ হাজারের বেশি রান করেন৷
আরও পড়ুন - Vice President Election 2022: জগদীপ ধনখড়কে ভালই চেনা, কিন্তু জানেন কি তাঁর জীবনের ইতিহাস
বাবর আজম স্ট্রাইক রেটের মামলায় বেশ পিছনে
এদিকে টি টোয়েন্টি ক্রিকেটে তুফান তোলা ব্যাটসম্যান ২ বছরের টি টোয়েন্টি আন্তর্জাতিকে ৩০ ম্যাচের ২৭ ইনিংসে ৩৯ গড় ১০০৫ রান করেছেন৷ তাঁর রয়েছে একটি শতরান এবং ১০ টি অর্ধশতরান রয়েছেন৷ তাঁর সবচেয়ে বড় ইনিংস ১২৯৷
দুই ক্রিকেটারের গড়ের দিকে তাকালে দেখা যাবে প্রায় বরাবার৷ স্ট্রাইকরেটের মামলায় সূর্যকুমার অনেকটাই এগিয়ে৷ বাবর ৭৪ টি টোয়েন্টি আন্তর্জাতিক ৬৯ ইনিংসে ৪৬ গড়ে ২৬৬৮৬ রান করেছেন৷ একটি শতরান এবং ২৬ টি অর্ধশতরান হয়েছে৷