টেস্ট দলে নিয়মিত হলেও প্রায় আড়াই বছর পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য দলে ডাক পেলেন কেমার রোচ। ২০১৯ সালে পোর্ট অব স্পেনে ভারতের বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচটি খেলেছিলেন বার্বাডোজের এই ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের নব নিযুক্ত প্রধান নির্বাচক ডেসমণ্ড হেইনস বলেছেন, আমাদের অন্যতম লিডিং জোরে বোলার কেমার বোচ এবং আমরা বিশ্বাস করি বোলারদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে শুরুতেই উইকেট তুলে নেওয়ার জন্য।
advertisement
আমরা চাই দলে জায়গা পাওয়ার জন্য প্রতিযোগীতা তৈরি হোক। আমরা এমন একটা জায়গায় পৌঁছতে চাই যেখানে একটা পজিশনের জন্য একাধিক ক্রিকেটার লড়াই করবে। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্রিকেটারের আরও সংযোজন, আমরা যে দলটা বেছে নিয়েছি সেটা যথেষ্ট ভাল এবং ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই আমরা এই সফরকে দেখছি। কেমার রোচ অতীতে ১৫০ কিলোমিটার গতিতে বল করতেন। এখন বলে গতি কিছুটা কমে গেলেও অভিজ্ঞতা বড় ফ্যাক্টর।
৬ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ দল। আহমেদাবাদে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলা হবে। সমসংখ্যক ম্যাচের টি-২০ সিরিজ খেলা হবে কলকাতায়। শুক্রবার টি-২০ স্কোয়াড ঘোষণা করবে ওয়েস্ট ইন্ডিজ। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিডের টক্করটা বেশ ভাল মতোই হতে চলেছে। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ইংল্যান্ড দল।
ব্রিটিশ দলটির বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ, যার মধ্যে তিনটি ম্যাচ ইতিমধ্যেই খেলা হয়ে গিয়েছে। প্রথম এবং তৃতীয় ম্যাচ জিতে সিরিজে ২-১ ব্যাবধানে এগিয়ে রয়েছে টিম ওয়েস্ট ইন্ডিজ। ক্রুমা বোনার শেষ একদিনের ম্যাচ খেলে ছিলেন বাংলাদেশের বিরুদ্ধে জানুয়ারি ২০২১। তবে ঘরোয়া ক্রিকেটে তার ব্যাটিং রেকর্ড উজ্জ্বল। ব্র্যান্ডন কিং ২০১৯-২০ আয়ারল্যান্ড সিরিজের পর বাদ পড়েছিলেন। সম্প্রতি ইংল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের একদিনের দল
কিয়েরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালান, ক্রুমা বোনার, ড্যারেন ব্র্যাভো, শামারা ব্রুকস, জেসন হোল্ডার, সাই হোপ, আকিয়াল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, কেমার রোচ, রোমারিও শেফার্ড, ওডিয়ান স্মিথ, হেইডেন ওয়ালস জুনিয়র