TRENDING:

Ind vs WI: রোহিতের সঙ্গে ওপেনিং জুটি ইশান কিষাণের ভাঙতে চলেছে, দ্বিতীয় একদিনের ম্যাচেই বদল!

Last Updated:

তরুণ ওপেনার ইশান কিষাণ (Ishan Kishan) ওপেন করতে নেমেছিলেন অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে৷ তিনি ৩৬ বলে২ টি চার এবং ১ টি ছক্কার সঙ্গে ২৮ রান করেন৷ ইশান কিষাণ (Ishan Kishan) ও অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ৮৪ রানের ওপেনিং পার্টনারশিপ করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: ভারতীয় ক্রিকেট দল সিরিজের প্রথম একদিনের ম্যাচ তথা ভারতীয় দলের ১০০০তম একদিনের ম্যাচে (1000 ODI) ৬ উইকেটে জিতেছে৷ রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে খেলা এই ক্রিকেট ম্যাচ ছিল ভারত বনাম ওয়েস্টইন্ডিজের (IND vs WI)৷ ভারত এদিনের ম্যাচ ১৭৬ রানে ওয়েস্টইন্ডিজকে বেঁধে রেখেছিল৷ তারপর মাত্র ২৮ওভারেই ৪ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷  তরুণ ওপেনার ইশান কিষাণ (Ishan Kishan) ওপেন করতে নেমেছিলেন অধিনায়ক রোহিত শর্মার  (Rohit Sharma)  সঙ্গে৷ তিনি ৩৬ বলে২ টি চার এবং ১ টি ছক্কার সঙ্গে ২৮ রান করেন৷ ইশান কিষাণ  (Ishan Kishan) ও অধিনায়ক রোহিত শর্মা  (Rohit Sharma) ৮৪ রানের ওপেনিং পার্টনারশিপ করেন৷
IND vs WI: Ishan Kishan's superb partnership with Rohit Sharma may not play in 2nd odi- Photo-AFP
IND vs WI: Ishan Kishan's superb partnership with Rohit Sharma may not play in 2nd odi- Photo-AFP
advertisement

অধিনায়ক রোহিত শর্মা  (Rohit Sharma) ওয়ানডে যুব অধিনায়কের সঙ্গে ইশান কিষাণের সঙ্গে ওপেনিং জুটি হয়েছিল৷ এই জুটিতে ১৩ ওভারে ৮৪ রান ওঠে৷ ইশান কিষাণ খুব ভাল সমন্বয়ের সঙ্গে খেলেন রোহিত শর্মা অর্ধশতরান করেন ৫১ বলে ১০ টি চার এবং ১ টি ছক্কার সাহায্যে ৬০ রান করেন৷ কিন্তু ইশান কিষাণের (Ishan Kishan) দ্বিতীয় একদিনের ম্যাচে খেলা কার্যত না -র বরাবর৷ অর্থাৎ রোহিত শর্মার  (Rohit Sharma)  ওপেনিং জুটি কোনও অন্য ক্রিকেটারের সঙ্গে হবে৷

advertisement

আরও পড়ুন - Lata Mangeshkar Demise: রাজ পরিবার বিয়ে হতে পারত লতা মঙ্গেশকরের, কিন্তু হল না, ‘তাঁর’ জন্যেই আজীবন অবিবাহিত লতা

এই কারণে কে এল রাহুলের (KL Rআahul) ফিরে আসা প্রায় নিশ্চিত৷ এই সিরিজে তিনি সহ অধিনায়কও৷ তিনি বোনের বিয়ের জন্য সিরিজের প্রথম একদিনের ম্যাচে খেলতে পারেননি৷ তিনি দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ ম্যাচে দলে ফিরছেন৷ প্রথমে মনে হয়েছিল ভারত দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফেরার পর বিশ্রামে গেছেন মনে করা হয়েছিল কিন্তু ক্রিকইনফোর মতে রাহুল বোনের জন্য ছুটি নিয়েছেন৷

advertisement

আরও পড়ুন - World Cancer Day: ONCO সারভাইভারদের মনোবল বাড়িয়ে মূল স্রোতে ফিরিয়ে আনতে উদ্যোগ নিল কলকাতা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচে খেলার শিখর ধাওয়ান এবং শ্রেয়স আইয়ার কোভিড ১৯ -  আক্রান্ত হয়েছেন৷ তাই এঁরা কেউই ভারত বনাম ওয়েস্টইন্ডিজ একদিনের সিরিজ খেলা হবে না৷ তাঁরা ছাড়া যুব ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়কে পাওয়া যাবে না৷ তিনি করোনা সংক্রমিত তৃতীয় ক্রিকেটার৷ ইশান কিষাণ দ্বিতীয় ওয়ানডে-তে রোহিতের সঙ্গে জুটি বাঁধা মুশকিল কারণ কে এল রাহুল দ্বিতীয় ম্যাচে খেলবেন৷ কেএল রাহুল দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে সিরিজে তৃতীয় একদিনের ম্যাচে অধিনায়কের সঙ্গে ওপেনিং জুটিতে ফিরবেন৷ কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ০-৩ হেরেছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs WI: রোহিতের সঙ্গে ওপেনিং জুটি ইশান কিষাণের ভাঙতে চলেছে, দ্বিতীয় একদিনের ম্যাচেই বদল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল