আরও পড়ুন- ক্রিকেট খেলেই কোটিপতি হয়েছেন এই ক্রিকেটাররা, একসময় ছিলেন খুবই গরীব
advertisement
ইডেনে তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একদিনের সিরিজ ঘরে তুলেছে ভারতীয় দল। তবে টি-২০ ক্রিকেটে উইন্ডিজ যেন আলাদা শক্তি ধরে। ফলে এই সিরিজ ঘরের মাঠে হলেও ভারতীয় দলকে বড়সড় চ্যালেঞ্জ সামলাতে হবে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোইয়ের অভিষেক হল এদিন। বিষ্ণোইয়ের মাথায় ক্যাপ তুলে দেন যুজবেন্দ্র চাহাল।
বিরাট কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রামে ছিলেন। নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন। তবে আর মাত্র ৭৩ রান করলেই গাপ্তিলকে টপকে যাবেন কোহলি।
আরও পড়ুন- লতাদির পর চলে গেলেন বাপ্পিদা, গানের লাইন লিখে মনের অবস্থা বোঝালেন সচিন
গাপ্তিলের আগে কোহলিই ছিলেন টি-২০ ক্রিকেটে সর্বাধিক রানের মালিক। ফলে সিংহাসন পুনরুদ্ধার করার তাগিদ থাকবে কোহলির। এদিকে আবার বাবর আজমের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বোচ্চ রানের (৫৪০ রান) রেকর্ডও ভাঙার সুযোগও রয়েছে কোহলির সামনে। আর মাত্র ৪০ রান করলেই পাকিস্তানি ব্যাটারকে টপকে যাবেন কিং কোহলি।
বাবর আজমের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে রোহিত শর্মার সামনেও। বাবররকে টপকাতে রোহিতের দরকার মাত্র ২২ রান। ফলে এই সিরিজ রোহিত ও কোহলি, দুজনের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।
ভারতীয় দলের প্রথম একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ-
ব্রেন্ডন কিং, কাইল মায়ের্স, নিকোলাস পুরান (উইকেট কিপার), রোভম্যান পাওয়েল, কায়রন পোলার্ড (অধিনায়ক), রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, ওডিন স্মিথ, ফ্যাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল।