শুধু এটুকুই নয়- ভারত বনাম শ্রীলঙ্কা (Ind vs SL) ম্যাচের দ্বিতীয় দিনে বিরাট কোহলিকে গার্ড অফ অনার দিয়ে মাঠে ঢোকানো হয়৷ সেই ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছিল৷
advertisement
এদিকে এসবের পর ভাইরাল হয় বিরাট কোহলির পুষ্পা ট্রেন্ড (Virat Kohli Pusha Trend)৷ এর আগেও ভারত ওয়েস্টইন্ডিজের (Ind vs WI) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৪৪ রানে জয় পেয়ে সিরিজ ২-০ এগিয়ে গেছে৷ আহমেদবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টিম ইন্ডিয়া নিজের বোলারদের দমে ২৩৭ রানের ছোট স্কোর দারুণ সাফল্যের সঙ্গে রক্ষা করতে পারলেন৷ ভারতীয় বোলাররা ওয়েস্টইন্ডিজ মাত্র ১৯৩ রানের স্কোরে অলআউট হয়ে যায়৷ তবে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) প্রথম একদিনের ম্যাচে সহজ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য একটু লড়াই করতে হয়৷ এই ম্যাচে সুপার ভাইরাল (Viral News) হয়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)৷ কারণ যে সে কাজ নয়, একে তো মহা গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে দলকে জয়ের রাস্তায় এনে দেন আর তার সঙ্গে উইকেট নেওয়ার সেলিব্রেশন হিসেবে ভাইরাল নাচ (Viral Video) শ্রীবল্লী-র (Srivalli Song) ছন্দে সেলিব্রেট (Virat Kohli Pusha Trend) করেন৷
আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা -র অভিনীত পুষ্পা ছবিতে এখন মজেই রয়েছেন বিরাট কোহলি তা ফের একবার বোঝা গেল রবিবার৷ আগেরবার নেচেছিলেন শ্রীবল্লি আর এবারে ‘‘ম্যায় ঝুকেঙ্গা নেহি , পুষ্পা ফ্লাওয়ার নেহি ফায়ার হ্যায়’’-র সঙ্গে সিগনেচার স্টাইল দাড়িতে হাত বোলানো অর্থাৎ সোজা কথায় পুষ্পা ট্রেন্ডে (Virat Kohli Pusha Trend) ভেসে যান৷ সেই মাঠের ভিডিও এখন ভাইরাল (Viral Video)৷
আরও পড়ুন - Ind vs SL: কোহলির শততম ম্যাচে কেক কাটলেন রবীন্দ্র জাদেজা, তারপর যা হল, রইল ভিডিও
দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্টে ভারত জেতে এক ইনিংস ও ২২২ রানে৷ নিজের শততম টেস্টে মাচ্র ৩ দিনেই জয় এতে দারুণ খুশি ছিলেন বিরাট কোহলি৷ মাঠের মধ্যে তাঁর স্বতঃস্ফূর্ত এই নাচেই সকলে সেটাই বুঝতে পারছেন৷