দীপক চাহারের (Deepak Chahar) মাংসপেশিতে টানের কারণে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) আঙুলে চোট লেগে আছে৷ এর আগে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গেছেন৷ কিন্তু হঠাৎ কী হল যে ভারতীয় দলের ক্রিকেটাররা ক্রমান্বয়ে চোট পেয়ে চলেছেন৷
আরও পড়ুন - KKR: IPL 2022-র শুরু থেকে প্যাট কামিন্সকে পাবে না! ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন সিদ্ধান্তে চাঞ্চল্য
advertisement
এই ক্রিকেটারদের এত চোট পাওয়ার কারণ লাগাতার ক্রিকেট খেলা৷ ব্যস্ত ক্রীড়াসূচি যে ভাবে চলছে তিনি তাতে পুরোপুরি আরাম করার সময় পাচ্ছেন না ক্রিকেটাররা৷ এরমধ্যে ক্রিকেটারার বোর্ডের কাছ থেকে ছুটিও চাইতে পারছেন না৷ কারণ সকলেই জানেন তিনি বিশ্রামে গেলে বোর্ড বিকল্প হিসেবে যে ক্রিকেটারকে নেবে তিনি যদি পারফর্ম করে দেন তাহলে তিনি আর জায়গা নাও পেতে পারেন৷ এরফলে ক্রিকেটারদের দলে ফেরা বড় সমস্যা হতে পারে৷
আরও পড়ুন - Cricketer Actress Gossip: বয়েসে বড় এই অভিনেত্রীর প্রেমে হাবুডুবু রতুরাজ গায়কোয়াড়
এর মধ্যে এবার বিসিসিআই (BCCI) ক্রিকেটারদের ওয়ার্কলোড কমাতে ভাবনাচিন্তা শুরু করেছে৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বিশ্রাম দিয়েছিল৷ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের আগে বায়ো বাবল রিলিজ করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড৷
দীপক চাহার শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়া পেস অ্যাটাকের মুখ্য হাতিয়ার হয়েছিলেন৷ অন্যদিকে সূর্যকুমার যাদবের ব্যাটও বড় ভরসা ছিল কিন্তু স্লিপে ফিল্ডিং করার সময় সূর্যকুমার যাদব হাতের আঙুলে লেগে যায়৷ কিন্তু চোটের বাড়াবাড়ি হয় লখনউতে পৌঁছনোর পর৷
ওয়াশিংটন সুন্দর চোট পাওয়ার ১১ মাস পরে জাতীয় দে ফিরতে পেরেছেন৷ অক্ষর প্যাটেল সময়ে ফিট হননি৷ কেএল রাহুল চোটের পর টি টোয়েন্টি সিরিজে বেরিয়ে যান৷ এদিকে রবীন্দ্র জাদেজা প্রায় আড়াই মাস বাদে চোটমুক্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলায় ফিরেছেন৷