মোহালিতে খেলা প্রথম টেস্ট সিরিজে রোহিত শর্মা-র নেতৃত্বাধীন ভারতীয় দল শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ১৭৪ রানে প্যাকআপ করে দিয়ে দ্বিতীয় ইনিংসেও ১৭৮ রানে গুটিয়ে দেওয়া হয়৷ শ্রীলঙ্কা তৃতীয় দিনে ১৬ উইকেট হারায়৷ প্রথম ইনিংসে শ্রীলঙ্কার পুরো দল রবীন্দ্র জাদেজার ব্যক্তিগত স্কোরের থেকে এক রান পিছনে ছিল৷ দ্বিতীয় ইনিংসে তারা রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) রানের থেকে তিন রান বেশি করে তারা৷ ৬০ বছর বাদে এমন কোনও ক্রিকেটার এই কাজ করলেন যিনি এক ইনিংসে ১৫০ -র বেশি রান করেন এবং ৫উইকেটও নেন৷ রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) শানদার পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন৷
advertisement
আরও পড়ুন - Healthy Lifestyle: সুস্বাস্থ্যের জন্য RO খাবার জল! শরীরের দীর্ঘমেয়াদী সর্বনাশ হয়ে যাচ্ছে
দেখে নিন রবীন্দ্র জাদেজার কেক কেটে সেলিব্রেশনের ভিডিও
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এই ভিডিও আপলোড করেছে৷ এই ভিডিওতে দেখা যাচ্ছে হোটেলের একদম বাইরে একটা কেক রাখা রয়েছে৷ রবীন্দ্র জাদেজা কেকে কাটার পরেই সব ক্রিকেটাররা ও কোচ রাহুল দ্রাবিড় সেই কেকের টুকরো ঝাঁপিয়ে পড়ে৷
এই ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে , ‘‘ম্যান অফ দ্য ম্যাচ রবীন্দ্র জাদেজাকে হাততালির সঙ্গে স্বাগত৷’’