TRENDING:

Ravichandran Ashwin Explosive: ‘কেউ ছিল না পাশে ভেবেছিলাম অবসর নেব’-বোমা ফাটালেন অশ্বিন

Last Updated:

Ravichandran Ashwin Explosive: ক্রিকেট থেকে অবসর (Retirement) নিতে চেয়েছিলেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) চাঞ্চল্যকর স্বীকারোক্তি৷ তিনি জানিয়েছেন ২০১৮ সালের ইংল্যান্ড সফরের পরেই ক্রিকেট থেকে অবসর (Retirement) নিতে চেয়েছিলেন তিনি৷ এবং শুধু কথার কথা নয় একেবারে সিরিয়াস ভাবেই এই কথা ভেবেছিলেন তিনি৷ তিনি ভাবতেন দলের (Indian Cricket Team) জন্যে দারুণ পারফর্ম করার পরেও তাঁর কথা কেউ ভাবে না৷
Ravichandran Ashwin reveals he thought of retirement in 2018
Ravichandran Ashwin reveals he thought of retirement in 2018
advertisement

রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) আরও জানিয়েছেন ৩ বছর আগে সেই সময়ে একটা এমন সময়ও ছিল যখন ৬ টি বল করেই তিনি ক্লান্ত হয়ে যেতেন৷ অশ্বিন জানিয়েছেন তিনি বোলিং টেকনিকে বদল আনেন৷ তারপর তিনি সাফল্য পেতে শুরু করেন৷ শুধু বোলিং নয় ব্যাটিং করেও তিনি বিভিন্ন সময়ে তিনি দলের (Indian Cricket Team) সাফল্য এনে দিয়েছেন৷

advertisement

আরও পড়ুন - Pakistan Cricket: Cricket খেলার মাঠেই দু'বার বুকে ব্যাথা, হাসপাতালে নিয়ে যেতে হল Pakistan ক্রিকেটারকে

রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) জানিয়েছেন ২০১৮- ২০২০ অবধি একাধিক জিনিস দেখে তিনি ক্রিকেট ছাড়ার কথা সত্যি সত্যি ভাবতে শুরু করেছিলেন৷ তাঁর মনে হত তিনি যত জেতার চেষ্টা করেন তত তার থেকে জয় দূরে চে যায়, তিনি ৬ টি বল করার পরেই হাঁফিয়ে যেতেন, পুরো শরীরে ব্যাথা করত৷

advertisement

তিনি দুঃসময়ের বিস্তৃত বিবরণ দিয়েছেন, তিনি বলেছেন হাঁটুতে এত ব্যাথা হত যে কম লাফাতেন, সমস্ত জোর কাঁধ ও পিঠ থেকে আনতে হত৷ ক্লান্ত লাগতে শুরু হত, মনে হত ব্রেক চাই৷

তাঁর অভিযোগ তাঁর চোট নিয়ে কারোর মাথাব্যাথা ছিল না৷ তাঁর কাছে এমন কেউ ছিল না যাঁর সঙ্গে নিজের চোট নিয়ে আলোচনা করতে পারতেন৷ তাঁর বিস্ফোরক অভিযোগ অনেক ক্রিকেটার চোট পেলে তাঁদের সঙ্গে টিম ম্যানেজমেন্ট সহমর্মী ব্যবহার করে, কিন্তু তাঁর সঙ্গে এমন হয়নি৷  তাঁর সাফ প্রশ্ন তাঁর দলের প্রতি অবদান কম৷ তাঁর যখন প্রয়োজন ছিল তাঁর কাছে কেউ আসত না৷

advertisement

আরও পড়ুন - Explained: Over Weight, Hairfall,রয়েছে লুকনো উপসর্গও, ভয়ঙ্কর এই রোগ নয় তো

তিনি জানিয়েছেন তাঁর কারোর সাহায্য চাওয়া স্বভাব নয়৷ কিন্তু তাঁর মনে হয়েছিল তিনি আর এগোতে পারবেন না কারোর সাহায্য ছাড়া, কিন্তু তারপর তাঁর মনে হয় তিনি আবার নতুন কিছু চেষ্টা করবেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

এই মুহূর্তে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ravichandran Ashwin Explosive: ‘কেউ ছিল না পাশে ভেবেছিলাম অবসর নেব’-বোমা ফাটালেন অশ্বিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল