ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) দ্বিতীয় টেস্টে বিরাট কোহলি (Virat Kohli) না থাকায় টস করতে নামেন কেএল রাহুল (KL Rahul)৷ তিনি বলেন, ‘‘দুর্ভাগ্য বিরাটের পিঠের ওপরের দিকে চোট, ফিজিও কাজ করছেন, আশা করা যাচ্ছে পরের টেস্টের আগে তিনি ঠিক হয়ে যাবেন৷’’ এদিন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে টসে জেতেন দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক কেএল রাহুল৷ সেখানেই তিনি এই কথা বলেন৷
advertisement
জোহনেসবার্গে এদিনের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ খেললে বিরাট কোহলি (Virat Kohli) নিজের কেরিয়ারের ৯৯ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতেন, তাহলে কেপটাউনে তৃতীয় টেস্ট ম্যাচে বিরাট কোহলি ১০০ তম টেস্ট ম্যাচ খেলতেন৷ কিন্তু এদিনের ম্যাচে না খেলায় বেঙ্গালুরুতে নিজের কেরিয়ারের ১০০ তম টেস্ট ম্যাচ খেলবেন৷
আরও পড়ুন - Quinton de Kocks Retirement: ২৯- এ অবসর কুইন্টন ডি ককের, তাজ্জব কোচ মার্ক বাউচার
এদিকে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে আসেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)৷ সেখানে তিনি বলেছিলেন, ‘‘বিরাট কোহলি কেপটাউনে ১০০ তম টেস্ট (Virat Kohli's 100 Test) ম্যাচ খেলতে চলেছেন, ওরা (BCCI’s in-house media team) বলেছে ওই জন্য তাঁরা তাঁকে রেখে দিয়েছে৷ নিজের ১০০তম টেস্ট ম্যাচের আগে উনি আসবেন৷ আর আপনারা বিশাল ধুমধামের সঙ্গে সেলিব্রেট করবেন৷ বড় ধুমধামের সঙ্গে আপনারা তাঁকে প্রশ্ন করবেন৷ আপনারা তাঁকে ১০০ তম টেস্ট ম্যাচ নিয়ে সবরকম প্রশ্ন করবেন৷’’
আরও পড়ুন - MS Dhoni Viral Video: বাড়ি নাকি চিড়িয়াখানা, সাক্ষী -র পোস্ট করা ভাইরাল ভিডিও
দক্ষিণ আফ্রিকা সিরিজের পরেই ভারত ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে৷ ফলে বিরাট কোহলির ঐতিহাসিক ১০০ তম টেস্ট ম্যাচ (Virat Kohli's 100 Test) খেলার ভ্যেনু হবে ভারতের মাঠ, শুধু তাই নয় দীর্ঘদিন আরসিবি-র জার্সিতে খেলা হোম গ্রাউন্ড বেঙ্গালুরুতে হবে ম্যাচ৷
যা ফেব্রুয়ারির ২৫ তারিখে হওয়ার কথা৷ যা দিল্লির পর কোহলির দ্বিতীয় হোম ভ্যেনু৷ দীর্ঘদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলেছেন তিনি৷
কোহলির (Virat Kohli) পিঠের এই ব্যাথা এই প্রথম নয়৷ এর আগেও একাধিকবার এই ব্যাথার কারণে মাঠেই চিকিৎসা নিয়েছেন তিনি৷ তাঁকে ছাড়া এই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে খেলতে নামা মানে নিজেদের সেরা ব্যাটসম্যানকে ছাড়া জোহনেসবার্গের ওয়ান্ডারার্সে খেলতে নামা৷ এদিন বিরাট কোহলির জায়গায় দলে এসেছেন হনুমা বিহারী৷