নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজের জন্য ভারতের দল ঘোষণা করা হয়েছে। ঋষভ পন্থ এবং আকাশদীপ সিং দলে ফিরেছেন। অন্যদিকে, পেসার মহম্মদ শামিকে আবারও সুযোগ দেওয়া হয়নি।
ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি ১৪ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত খেলা হবে। দুই দলই ঐতিহাসিক ইডেন গার্ডেন্স মাঠে মুখোমুখি হবে। এছাড়াও দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর বিরুদ্ধে ওয়ানডে ম্যাচগুলির জন্য ‘ইন্ডিয়া এ’ দলও ঘোষণা করা হয়েছে। তিলক ভার্মাকে এই দলের অধিনায়ক করা হয়েছে।
advertisement
ঋষভ পন্থ এবং আকাশদীপ সিং ইংল্যান্ড সফরের পর আবারও টিম ইন্ডিয়ায় ফিরেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ চলাকালীন এই দুই খেলোয়াড় আহত হয়েছিলেন। সেই কারণেই পন্থ ও আকাশদীপ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরোয়া টেস্ট সিরিজে খেলতে পারেননি। তবে এবার তাঁরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে ফেরার সুযোগ পেয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে আবারও পেসার মহম্মদ শামিকে সুযোগ দেওয়া হয়নি। বর্তমানে শামি ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে ট্রফিতে খেলছেন। রনজি ট্রফিতে শামি চমৎকার পারফরম্যান্সও করেছেন। তবুও নির্বাচকরা তাঁর নাম বিবেচনা করেননি। আসলে, সম্প্রতি শামি প্রধান নির্বাচক অজিত আগরকরকে নিয়ে মন্তব্য করেছিলেন। নির্বাচকদের মতে, শামির ফিটনেস সমস্যা রয়েছে, যে কারণে তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি।
টেস্ট সিরিজ শুরুর আগে ‘ইন্ডিয়া এ’ ও ‘দক্ষিণ আফ্রিকা এ’-এর মধ্যে দুটি চার দিনের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে অধিনায়ক ঋষভ পন্থের দুর্দান্ত হাফ সেঞ্চুরির সুবাদে ‘ইন্ডিয়া এ’ দল ‘দক্ষিণ আফ্রিকা এ’-কে পরাজিত করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে।
আরও পড়ুন– সোনার মেয়েকে সোনা দিয়েই বরণ, সিএবি-র মেগা সম্বর্ধনা অনুষ্ঠান, আমন্ত্রিত মুখ্যমন্ত্রীও
ভারতের টেস্ট দল: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার) (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরা, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশ দীপ।
ওয়ানডে সিরিজের জন্য ‘ইন্ডিয়া এ’ দল: তিলক বর্মা (অধিনায়ক), ঋতুরাজ গায়কওয়াড় (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, রিয়ান পরাগ, ঈশান কিষণ (উইকেটকিপার), আয়ুষ বাডোনি, নিশান্ত সিন্ধু, বিপ্রজ নিগম, মানব সুথার, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, খলিল আহমেদ, প্রভসিমরন সিং (উইকেটকিপার)।
