অর্শদীপের লাইন-লেন্থ এমনভাবে নড়বড়ে হয়ে যায় যে নিজের ওভার শেষ করতে তাঁকে মোট ১৩টি বল করতে হয়। এই ওভারে অর্শদীপ সিং মোট ৭টি ওয়াইড দেন। একটি ছক্কা-সহ ওই ওভার থেকে দক্ষিণ আফ্রিকা মোট ১৮ রান তুলে নেয়। নিজের বোলিং দেখে অর্শদীপ সিং নিজেও বেশ হতাশ ছিলেন। তবে কোনওভাবে ওই ওভার শেষ করে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
advertisement
আরও পড়ুন- বিরাট-রোহিতের লড়াই শুরু! আইসিসি যা করল, রো-কো জুটি পেলেন পুরস্কার
অর্শদীপ সিংয় একটি ছক্কা হজম করার পরই তাঁর লাইন-লেন্থ নড়বড়ে হয়ে গিয়েছিল। সেই কুইন্টন ডি কক ম্যাচে সেঞ্চুরি করতে পারেননি। ডি’কক খুব দ্রুত সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তা পূরণ করতে পারেননি। বরুণ চক্রবর্তীর বলে তিনি জিতেশ শর্মার হাতে রান-আউট হয়ে যান। প্রথম টি২০-তে খাতা না খুলেই আউট হওয়া ডি কক এই ম্যাচে ৪৬ বলে ৯০ রান করেন। তাঁর এই ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ৫টি চার। তবে শুরুতে একটি উইকেট পড়ে যাওয়ার পর ডি কক যেভাবে ইনিংস সামলেছিলেন, তার জন্য তাঁর প্রশংসা প্রাপ্য। ৪ উইকেট হারিয়ে ২১৩ রান করে দক্ষিণ আফ্রিকা।
