TRENDING:

Ind vs Sa Test : 'হ্যালো দাদা..'! ইডেন টেস্টের আগে সৌরভকে ফোন শুভমান গিলের! টিম ইন্ডিয়া ক্যাপ্টেনের বড় 'আবদার' মহারাজকে

Last Updated:

Sourav Ganguly: টিম ইন্ডিয়ার অধিনায়কও প্রেস কনফারেন্সে সেই কথা বলে গেলেন। এর পরই উইকেটের হাল হকিকত বুঝতে সৌরভের সঙ্গে ফোনে কথা বললেন শুভমান গিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ইডেনের পিচের চরিত্র কেমন হবে? বল ঘুরবে? নাকি ফাস্ট বোলাররা সুবিধা পাবেন? গম্ভীরের দাবি মেনে ঘুর্ণি উইকেট তৈরি হল? সূত্রের খবর, উইকেটে চরিত্র নিয়ে এখনও ধোঁয়াশায় টিম ইন্ডিয়া।
News18
News18
advertisement

টিম ইন্ডিয়ার অধিনায়কও প্রেস কনফারেন্সে সেই কথা বলে গেলেন। এর পরই উইকেটের হাল হকিকত বুঝতে সৌরভের সঙ্গে ফোনে কথা বললেন শুভমান গিল। সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বৃহস্পতিবার ইডেনে এসে সৌরভ উইকেট পরীক্ষা করেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। দক্ষিণ আফ্রিকা ফ্রাঞ্চাইজি লিগে সৌরভ যে দলের কোচ, সেই দলেই রয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

advertisement

সৌরভের থেকে উইকেট সম্পর্কে জানতে চান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। কিছুক্ষণ পর দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট দলের এক সদস্যের ফোন কল রিসিভ করে কথা বলছেন। সৌরভ ঘনিষ্ঠ সূত্রে খবর, সেই ফোনটি এসেছিল ভারতীয় দলের পক্ষ থেকে। ভারত অধিনায়ক গিল এদিন সৌরভের কাছে ক্রিকেটের চরিত্র সম্পর্কে জানতে চেয়েছেন।

পরবর্তী সময়ে সৌরভ জানান, গিলের সঙ্গে তাঁর কথা হয়েছে। সংবাদমাধ্যমের কাছে সৌরভ বলেন, ভারতীয় দল যা চাইছে সেরকম উইকেট করা হচ্ছে। বল ঘুরবে। পাশাপাশি সৌরভের গলাতেও সতর্কবাণী, টস ফ্যাক্টর হয়ে যেতে পারে। দক্ষিণ আফ্রিকারও তিনজন স্পিনার রয়েছে।

advertisement

আরও পড়ুন- এই না হলে সৌরভ! ঘোল খাইয়ে দিলেন কোচ গম্ভীরকে! প্রায় ৩ ঘণ্টা ইডেনের পিচ খোলা!

সেরা ভিডিও

আরও দেখুন
চন্দ্রবোড়ার ভয়ে কাঁটা, চাষিদের মধ্যে আতঙ্ক! বিষধর সাপের উৎপাতে আতঙ্ক
আরও দেখুন

অন্যদিকে সৌরভকে দেখা যায়, নির্দিষ্ট একটি জায়গায় বারবার নজর দিতে। সেই বিষয়ে জানতে চাইলে সৌরভ বলেন, পিচের কোন জায়গা থেকে বল বেশি টার্ন করবে সেটা বোঝার জন্য তিনি দেখছিলেন। ভারতীয় দলের অনুশীলনের সময়েও অধিনায়ক এবং কোচকে দেখা যায় নির্দিষ্ট কিছু জায়গা বারবার দেখতে। আসলে উইকেটে বেশ কিছু জায়গায় ফাটল রয়েছে। এই ফাটল কতটা গুরুত্ব হতে পারে ম্যাচে সেটাই দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Sa Test : 'হ্যালো দাদা..'! ইডেন টেস্টের আগে সৌরভকে ফোন শুভমান গিলের! টিম ইন্ডিয়া ক্যাপ্টেনের বড় 'আবদার' মহারাজকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল