IND vs SA Test : এই না হলে সৌরভ! ঘোল খাইয়ে দিলেন কোচ গম্ভীরকে! প্রায় ৩ ঘণ্টা ইডেনের পিচ খোলা, এদিকে সারা মাঠ থাকল ঢাকা!

Last Updated:
Ind vs Sa Eden Test: গম্ভীরকে পাল্টা চাল দিল সিএবি। সূত্রের খবর, গম্ভীর চেয়েছিলেন উইকেটে যেন জল দেওয়া না হয়! ফলে ইডেনের পিচে বল ঘুরবে। চাপ বাড়বে দক্ষিণ আফ্রিকার উপর। স্পিন দিয়ে বাজিমাত করবে ভারত। তবে গম্ভীরের সেই আশায় কিছুটা জল ঢাললেন সৌরভ।
1/6
তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট জীবনে কখনও আপোস করেননি। প্রশাসক হিসেবে তাঁর কাছ থেকে বাড়তি সুবিধা পাবেন কেউ, সেটা তো হয় না। সামনে যতই ভারতীয় দলের কোচ গম্ভীর থাকুন না কেন, সৌরভকে কর্তব্য থেকে নড়ানো এত সহজ নয়।
তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট জীবনে কখনও আপোস করেননি। প্রশাসক হিসেবে তাঁর কাছ থেকে বাড়তি সুবিধা পাবেন কেউ, সেটা তো হয় না। সামনে যতই ভারতীয় দলের কোচ গম্ভীর থাকুন না কেন, সৌরভকে কর্তব্য থেকে নড়ানো এত সহজ নয়।
advertisement
2/6
গম্ভীরকে পাল্টা চাল দিল সিএবি। সূত্রের খবর, গম্ভীর চেয়েছিলেন  উইকেটে যেন জল দেওয়া না হয়! ফলে ইডেনের পিচে বল ঘুরবে। চাপ বাড়বে দক্ষিণ আফ্রিকার উপর। স্পিন দিয়ে বাজিমাত করবে ভারত। তবে গম্ভীরের সেই আশায় কিছুটা জল ঢাললেন সৌরভ।
গম্ভীরকে পাল্টা চাল দিল সিএবি। সূত্রের খবর, গম্ভীর চেয়েছিলেন উইকেটে যেন জল দেওয়া না হয়! ফলে ইডেনের পিচে বল ঘুরবে। চাপ বাড়বে দক্ষিণ আফ্রিকার উপর। স্পিন দিয়ে বাজিমাত করবে ভারত। তবে গম্ভীরের সেই আশায় কিছুটা জল ঢাললেন সৌরভ।
advertisement
3/6
সূত্রের খবর, বুধবার ভোরে পিচে জল দেওয়া হয়, আর বুধবার ভারতীয় দল প্র্যাকটিস করে যাওয়ার পর থেকে সন্ধ্যে পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘন্টা পুরো মাঠ ঢেকে পিচ খুলে রাখা হয়েছিল। অর্থাৎ পিচে যাতে শিশির পড়তে পারে। অর্থাৎ, জল দেওয়া হল না পিচে, তবে প্রাকৃতিক কারণে পিচ ভিজল!
সূত্রের খবর, বুধবার ভোরে পিচে জল দেওয়া হয়, আর বুধবার ভারতীয় দল প্র্যাকটিস করে যাওয়ার পর থেকে সন্ধ্যে পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘন্টা পুরো মাঠ ঢেকে পিচ খুলে রাখা হয়েছিল। অর্থাৎ পিচে যাতে শিশির পড়তে পারে। অর্থাৎ, জল দেওয়া হল না পিচে, তবে প্রাকৃতিক কারণে পিচ ভিজল!
advertisement
4/6
কিউরেটর সুজন মুখোপাধ্যায় অদ্ভুত চাল দিলেন। অর্থাৎ ভারতীয় দল যেমন চেয়েছিল, তেমন পুরোপুরি টার্নিং উইকেট পাবে না ইডেনে। কারণ ম্যাচ যাতে তিনদিনে শেষ না হয়ে যায়! খেলা হতে হবে পাঁচ দিনই।
কিউরেটর সুজন মুখোপাধ্যায় অদ্ভুত চাল দিলেন। অর্থাৎ ভারতীয় দল যেমন চেয়েছিল, তেমন পুরোপুরি টার্নিং উইকেট পাবে না ইডেনে। কারণ ম্যাচ যাতে তিনদিনে শেষ না হয়ে যায়! খেলা হতে হবে পাঁচ দিনই।
advertisement
5/6
ক্যাপ্টেন গিল বলে গেলেন, টিম একরকম ফাইনাল করে ফেলেছিলাম। তবে গতকাল একরকম উইকেট ছিল, আজ আরেকরকম লাগছে। আগামীকাল এসে দেখতে হবে উইকেট কেমন দেখাচ্ছে। ভারতে স্পিনাররা বেশি সুবিধা পায় সাধারণত।
ক্যাপ্টেন গিল বলে গেলেন, টিম একরকম ফাইনাল করে ফেলেছিলাম। তবে গতকাল একরকম উইকেট ছিল, আজ আরেকরকম লাগছে। আগামীকাল এসে দেখতে হবে উইকেট কেমন দেখাচ্ছে। ভারতে স্পিনাররা বেশি সুবিধা পায় সাধারণত।
advertisement
6/6
গিল আরও বলে গেলেন, লাল মাটির উইকেটে সাধারণত বল পড়ে একটু দ্রুতগতিতে আসে। যেসব স্পিনাররা একটু জোরে বল করে তারা বাড়তি অ্যাডভান্টেজ নিতে পারবে। অর্থাৎ, তিনিও হয়তো বুঝে গিয়েছেন, ঠিক যেমন টার্নিং ট্র্যাক তাঁরা চেয়েছিলেন, ইডেনে তেমনটা পাওয়ার আশা নেই।
গিল আরও বলে গেলেন, লাল মাটির উইকেটে সাধারণত বল পড়ে একটু দ্রুতগতিতে আসে। যেসব স্পিনাররা একটু জোরে বল করে তারা বাড়তি অ্যাডভান্টেজ নিতে পারবে। অর্থাৎ, তিনিও হয়তো বুঝে গিয়েছেন, ঠিক যেমন টার্নিং ট্র্যাক তাঁরা চেয়েছিলেন, ইডেনে তেমনটা পাওয়ার আশা নেই।
advertisement
advertisement
advertisement