ভারত এগিয়ে ১৪৩ রানে, লাঞ্চ পর্যন্ত
#কেপটাউন: দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার থেকে ৭০ রান এগিয়েছিল ভারত। তৃতীয় দিনে বড় রান তুলে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলতে চাইবে তারা। প্রথম বার দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিততে এটাই লক্ষ্য ভারতের। দিনের দ্বিতীয় বলেই পুজারাকে ফিরিয়ে দিলেন জানসেন। লেগ স্লিপে অসাধারণ ক্যাচ নিলেন কিগান পিটারসেন।
advertisement
দেখার ছিল দলকে কতটা ভরসা জোগাতে পারেন অজিঙ্কা রাহানে। কিন্তু দ্বিতীয় ইনিংসেও সম্পূর্ণ ব্যর্থ তিনি। রাবাদার দ্রুতগতির বল সামলাতে পারলেন না। বলটা গুড লেন্থ স্পটে পড়ে লাফিয়ে উঠল। ব্যাটে না লাগলেও, রিপ্লেতে দেখা যায় গ্লাভসে লেগেছে। বলটা দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক হয়ে ধরা পড়ল অধিনায়ক এলগারের হাতে। রাহানের সংগ্রহ ১। চেতেশ্বর পূজারা এবং রাহানের এটাই সম্ভবত ভারতের জার্সিতে শেষ টেস্ট ইনিংস কিনা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।
আরও পড়ুন - Dale Steyn: টেস্ট ক্রিকেটেও এবার নো বলে ফ্রি হিটের নিয়ম চালুর প্রয়োজন: ডেল স্টেইন
দুই দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার রাবাডা এবং মার্কো জেনসেন তখন নতুন বলে আগুন ঝরাচ্ছেন। বল পড়ে যেমন মুভ করছে, তেমনই বাউন্স করছে। এই জায়গায় ধৈর্য এবং মানসিক শক্তি দেখানোর কথা ছিল ভারতের। ঠিক সেটাই করলেন অধিনায়ক বিরাট কোহলি। অফ স্টাম্পের বাইরে সব বল ছেড়ে দিলেন। ভেতরে ঢুকিয়ে আসা বল পা বাড়িয়ে ডিফেন্ড করলেন।
অন্যদিকে পার্টনার ঋষভ পন্থ চেষ্টা করলেন দ্রুত রান তুলতে। এর আগে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়েছিলেন ভারতীয় উইকেট রক্ষক। আজ কিন্তু প্রথমদিকে কিছুটা ধৈর্য দেখালেন পন্থ। যেমন সিঙ্গল, ডবল নিয়ে স্কোরবোর্ড চালু রাখার চেষ্টা করলেন, তেমনই লুজ বল পেলে মাঠের বাইরে পাঠালেন। তবে পুরোটাই বুদ্ধি করে, হিসেব কষে।
এমনকি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক পন্থকে লোভ দেখাবেন বলে স্পিনার মহারাজকে নিয়ে এলেন। তাকে একটি ছক্কা মারলেও বেশি আক্রমণ করলেন না ঋষভ। লাঞ্চ করতে যাওয়ার আগে অর্ধশত রান পূর্ণ করে নিলেন পন্থ। পরিবেশ এবং পরিস্থিতি বিচার করে মনে রাখার মত খেললেন।