Djokovic Visa uncertainty : জোকোভিচকে ড্রয়ে রাখা হলেও শেষ মুহূর্তে বাতিল হতে পারে সার্বিয়ান তারকার ভিসা

Last Updated:

Novak Djokovic has been kept in the Australian Open draw. আবার বাতিল হতে পারে ভিসা, তবুও অস্ট্রেলিয়ান ওপেনের জন্য অনুশীলন চালাচ্ছেন জোকোভিচ

আবার বাতিল হতে পারে ভিসা, তবুও অনুশীলন চালাচ্ছেন জোকোভিচ
আবার বাতিল হতে পারে ভিসা, তবুও অনুশীলন চালাচ্ছেন জোকোভিচ
কিন্তু এরপরও অস্ট্রেলীয় সরকার তাঁর ভিসা দ্বিতীয়বারের মতো বাতিল করবে কি না, সেটি নিয়ে শঙ্কা আছে। এরই মধ্যে অস্ট্রেলিয়ান ওপেনে খেলার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। জোকোভিচের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে আজ অস্ট্রেলিয়ান ওপেনে ড্রও পিছিয়ে দেওয়া হয়। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে অনুষ্ঠিত ড্রয়ে সার্বিয়ান তারকাকে অন্তর্ভুক্ত করা হয়।
advertisement
advertisement
র‌্যাঙ্কিংয়ে শীর্ষ এ তারকা প্রথম রাউন্ডে স্বদেশি টেনিস খেলোয়াড় মিওমির কেকমানোভিচের মুখোমুখি হবেন। তবে অস্ট্রেলীয় সরকার নাকি এখনো তাঁর ভিসা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ এবার দশম শিরোপা জয়কে পাখির চোখ করেছেন। সেই সঙ্গে লক্ষ্য সব মিলিয়ে ২১তম গ্র্যান্ড স্লাম জিতে রেকর্ড গড়া।
advertisement
কিন্তু অস্ট্রেলীয় সরকারের সঙ্গে কোভিড স্বাস্থ্যবিধি নিয়ে মুখোমুখি অবস্থানের কারণে এই টুর্নামেন্টে তাঁর খেলা এখনো অনিশ্চিত। অস্ট্রেলিয়ান ওপেনের ড্রয়ে জোকোভিচকে অন্তর্ভুক্ত করা হলেও অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, জোকোভিচের ভিসা নিয়ে কী করা হবে, সেটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসতে পারেনি সরকার।
তিনি অবশ্য জোকোভিচের ভিসাসংক্রান্ত সিদ্ধান্তের ভার অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হকের ওপর ছেড়ে দিয়েছেন।অস্ট্রেলিয়ার অভিবাসন আইনেই আছে, করোনাকালে যদি কোনো বিদেশি নাগরিক অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে চান, তাহলে তাঁকে অবশ্য দুই ডোজ টিকা নিয়ে আসতে হবে।
advertisement
টেনিসের এক নম্বর তারকা সব সময়ই করোনা টিকা নেওয়ার বিরোধী। গত ১৬ ডিসেম্বর তিনি করোনায় আক্রান্ত হওয়ায় টিকা না নেওয়ার ব্যাপারে চিকিৎসক প্যানেলের ছাড়পত্রও নিয়েছেন। যদিও সার্বিয়ান টেনিস তারকা স্বীকার করেছেন, অস্ট্রেলিয়ায় আসার আগে তিনি ১৪ দিনের কোয়ারেন্টিনকালে ভুলবশত কয়েকটি জায়গায় গেছেন। সে হিসেবে চিকিৎসক প্যানেলের সেই ছাড়পত্র কতটা আইনসিদ্ধ, তা নিয়ে চলছে বিস্তর চিন্তাভাবনা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Djokovic Visa uncertainty : জোকোভিচকে ড্রয়ে রাখা হলেও শেষ মুহূর্তে বাতিল হতে পারে সার্বিয়ান তারকার ভিসা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement