কেমন থাকবে আবহাওয়া?
রাজকোটে দুই দলকেই হিটওয়েভ বা লু -র পরিস্থিতির মুখোমুখি হতে হবে না৷ তবে আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে ক্রিকেটারদের জন্য৷ শুক্রবার রাজকোটে বৃষ্টির সম্ভবনা নেই৷ কিন্তু আকাশে মেঘ থাকবে৷ দিনের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস অবধি পৌঁছে যাবে৷ তবে সন্ধ্যা ৭ টায় যখন থেকে খেলা তখন তাপমাত্রা কমে ৩০ ডিগ্রি সেলিসয়াসের আশেপাশে থাকবে৷
advertisement
পিচ রিপোর্ট
পিচের কথা জানতে চাইলে ক্রিকেটার অর্থাৎ ব্যাটসম্যানদের সহায়ক হবে৷ এখানে হওয়া আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে সব সময় রান অন্তত ১৫০ রানের বেশি হয়েছে৷ সৌরাষ্ট্রতে প্রথমবার ভারত বনাম অস্ট্রেলিয়া ২০১৩ তে টি টোয়েন্টি ম্যাচ হয়েছিল৷ অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২০২ রানের লক্ষ্য মাত্রা রেখেছিল৷ যা যুবরাজ সিংয়ের দাপটে মাত্র ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ভারত৷ এখানে টস জেতা দল প্রথমে ব্যাট করতে চাইবে৷
আরও পড়ুন - Viral Video: মরা জলহস্তীর ওপর দাঁড়িয়ে কাঁপছে সিংহী, চারদিকে ঘিরে রয়েছে ৪০ টি কুমীর, দেখুন
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়
ভারত এই মাঠে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে৷ অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে হারিয়েছে৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১৭ তে খেলা ম্যাচে তারা ৪০ রানে হেরেছিল৷ দক্ষিণ আফ্রিকা এই পিচে টি টোয়েন্টি মোকাবিলা খেলেনি৷ কিন্তু এই মাঠে হওয়া ওয়ানডে তে ভারত জিতেছিল৷
দেখে নিন ভারতীয় দল
ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), রতুরাজ গায়কোয়াড়, ইশান কিষন, দীপক হুড্ডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক , হার্দিক পান্ডিয়া, বেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং, উমরানমালিক৷