তৃতীয় দিনে ভারতীয় দল প্রথম ইনিংসে ৪৮৯ রান তাড়া করতে নেমে ২০১ রানে গুটিয়ে যায়। যশস্বী জসওয়াল ও ওয়াশিংটন সুন্দর ছাড়া কেউ লড়াই করতে পারেনি। যার ফলে ২৮৮ রানের বিশাল লিড পায় প্রোটিয়ারা। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার কারণেই ম্যাচের ভাগ্য তখনই অনেকটা স্থির হয়ে গিয়েছিল। তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল বিনা উইকেটে ২৬।
advertisement
চতুর্থ দিনে ভারতীয় ক্রিকেট প্রেমিরা আশা করেছিল যদি, কম রানের মধ্যে প্রোটিয়াদের অলআউট করতে পারে বোলাররা, তাহলে ক্ষীণ আশা থাকলেও থাকতে পারে। কিন্তু চতুর্থ দিনেও সফল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন। ট্রিস্টান স্টাবসের ৯৪ রানের ইনিংসের সৌজন্যে ২৬০-এ পৌছে যায় দক্ষিণ আফ্রিকা। এছাড়া টনি ডি জর্জি ৪৯, রায়ান রিকলটন ও উইয়ান মল্ডার ৩৫ করে রান করেন। এইডেন মার্করাম করেন ২৯ রান।
আরও পড়ুনঃ টি-২০ বিশ্বকাপে কবে ভারত-পাকিস্তান ম্যাচ? টিম ইন্ডিয়ার অন্যান্য ম্যাচ কবে-কোথায়? রইল তথ্য
প্রথম ইনিংসে ২৮৮ রানের লিড ও দ্বিতীয় ইনিংসে ২৬০ রানের সৌজন্যে ভারতকে ৫৪৯ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ দিনে ভারতীয় ব্যাটারা ম্যাচ বাঁচাতে পারেন কিনা এখন সেটাই দেখার। যদিও কাজটা সহজ নয়। ফলে প্রোটিয়াদের সিরিজ জয় শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
