দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় ৪৮৯ রানে। দিনের শেষে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৬। তৃতীয় দিনের শুরুটাও খুব একটা খারাপ হয়নি ভারতের। প্রথম উইকেটে ৬৫ রানের পার্টনারশিপ করেন রাহুল ও যশস্বী। দুরন্ত ব্যাটিং করে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করনে যশস্বী জয়সওয়াল। কিন্তু ওপেনিং জুটি ভাঙতেই ধস নামে ভারতীয় দলের ব্যাটিংয়ে। নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া।
advertisement
আরও পড়ুনঃ Shubman Gill: সব চিন্তার অবসান! কবে মাঠে ফিরছেন শুভমান গিল? জানা গেল দিনক্ষণ
সাই সুদর্শন, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, কেউই রান পাননি। দলের ব্যাটিং ভরাডুবি দেখে অনেকের মনে হতেই পারে দক্ষিণ আফ্রিকা ও ভারত আলাদা উইকেটে ব্যাট করছে। ৪৮৯ রান তাড়া করতে নেমে প্রথম ইনিংসে ১২২ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বসে ভারতীয় দল। তারপর ওয়াশিংটন সুন্দর কিছুটা লড়াই করার চেষ্টা করে। শেষ পর্যন্ত ২০১ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। মার্কো জানসেনের ৬ উইকেট ছাড়া ৩টি উইকেট নেন সাইমন হার্মার ও একটি উইকেট নেন কেশব মহারাজ।
