Shubman Gill: সব চিন্তার অবসান! কবে মাঠে ফিরছেন শুভমান গিল? জানা গেল দিনক্ষণ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shubman Gill: রতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুভমান গিল সাম্প্রতিক ঘাড়ের চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। এবার জানা গেল তার কামব্যাকের সময়।
ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুভমান গিল সাম্প্রতিক ঘাড়ের চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে চোট পাওয়ার পর তিনি গুয়াহাটিতে চলমান দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি। শুধু তাই নয়, রাঁচিতে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও তাঁকে রাখা হয়নি। ফলে ২০২৫ সালের বাকি সময়ে ভারতের হয়ে গিলকে আর দেখা না–ও যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
advertisement
সূত্র অনুযায়ী, নির্বাচক কমিটি প্রথমে আশা করেছিল যে গিল ডিসেম্বরের ৯ তারিখ থেকে কটকে শুরু হতে যাওয়া টি-২০ সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন। তবে পিটিআই-এর সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, তাঁর চোট সেরে উঠতে আরও সময় লাগবে এবং তিনি সম্ভবত ২০২৬ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরতে পারবেন। বিসিসিআই–র এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার ভাষায়, গিলের সুস্থতা নিয়ে তাঁরা আশাবাদী হলেও তাড়াহুড়া করতে চান না।
advertisement
advertisement
advertisement
advertisement
এশিয়া কাপ ২০২৫–এ গিলকে অধিনায়ক করা হলেও ব্যাট হাতে প্রতীক্ষিত পারফরম্যান্স দিতে পারেননি তিনি। এরপরও অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে তাঁকে দলে রাখা হয়েছিল। তবে দুর্ভাগ্যজনক এই চোট তাঁকে দীর্ঘ সময়ের জন্য সাইডলাইনে ঠেলে দিয়েছে, আর ভারতীয় দলও তার গুরুত্বপূর্ণ ওপেনারকে ছাড়াই পরবর্তী সিরিজগুলো খেলতে বাধ্য হচ্ছে।
