ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে ভারতীয় দল। গত ম্যাচে শতরান করলেও দ্বিতীয় ম্যাচে খাতাই খুলতে পারেননি সঞ্জু স্যামসন। অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংরা কেউই বড় রান করচে পারেননি। ভারতের ব্যাটিং লাইনে একমাত্র লড়াই করেন হার্দিক পান্ডিয়া। ৩৯ রান করে অপরাজিত থাকেন হার্দিক। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান করে টিম ইন্ডিয়া।
advertisement
রান তাড়া করতে নেমে পোর্ট এলিজাবেথের বোলিং সহায়ক উইকেটে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। একটা সময় ৮৭ রানের মধ্যে ৭ উইকেট পড়ে গিয়েছিল প্রোটিয়াদের। কেকেআরের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী এদিন অনবদ্য বোলিং করেন। ৪ ওভারে ১৭ রান দিয়ে একাই ৫ উইকেট নিলেও দেশকে শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেননি।
আরও পড়ুনঃ KKR News: এবার আইপিএল নিলামে অংশ নিচ্ছেন হিরো গোবিন্দার জামাই! দাম জানলে চমকে যাবেন!
ম্যাচে পার্থক্য গড়ে দেন ট্রিস্টান স্টাবস ও জেরাল্ড কোয়েতজের পার্টনারশিপ। দলকে খাদের কিনারা থেকে শুধু উদ্ধার করা নয়, ৩৭ রানের ম্যাচ উইনিং পার্টনারশিপ গড়েন দুই তরুণ তারকা। ৪৭ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন ট্রিস্টান স্টাবস। ১৯ রানে অপরাজিত থাকেন জেরাল্ড কোয়েতজে। রুদ্ধশ্বাস ম্যাচে ৬ বল বাকি থাকতে জয় পায় প্রোটিয়ারা।